এ. কে. এম. জাহাঙ্গীর খান

বাংলাদেশী চলচ্চিত্র প্রযোজক

এ. কে. এম. জাহাঙ্গীর খান (২১ এপ্রিল ১৯৩৯ – ১৫ ফেব্রুয়ারি ২০২০) বাংলাদেশের একজম চলচ্চিত্র প্রযোজক ছিলেন। তিনি ৪৩টি চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন।[১][২][৩] তিনি "মুভি মোগল" নামে পরিচিত ছিলেন।

এ. কে. এম. জাহাঙ্গীর খান
জন্ম(১৯৩৯-০৪-২১)২১ এপ্রিল ১৯৩৯
মৃত্যু১৫ ফেব্রুয়ারি ২০২০(2020-02-15) (বয়স ৮০)
ইউনাইটেড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
অন্যান্য নামমুভি মোগল

জীবনী সম্পাদনা

এ. কে. এম. জাহাঙ্গীর খান ১৯৩৯ সালের ২১ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন।[৪] তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৫৮ সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।[৫] এরপর, ১৯৬০ ও ১৯৬২ সালে তিনি জগন্নাথ কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষা সম্পন্ন করেন।[৪]

এ. কে. এম. জাহাঙ্গীর খান আলমগীর পিকচার্সের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা করতেন।[২] তিনি নয়নমণি, কি যে করি, সীমানা পেরিয়ে, চন্দ্রনাথশুভদা এর মত চলচ্চিত্র প্রযোজনা করেছেন। নয়নমণি দুই বিভাগে, কি যে করি এক বিভাগে, সীমানা পেরিয়ে চার বিভাগে, চন্দ্রনাথ চার বিভাগে ও শুভদা তের বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল।[৬] তিনি ১৯৭৮ সালে আহমদ জামান চৌধুরীর নিকট থেকে "মুভি মোগল" উপাধি লাভ করেন।[৭][৮] ১৯৯৮ সালে তার প্রযোজিত সর্বশেষ চলচ্চিত্র রঙিন নয়নমণি মুক্তি পেয়েছিল।[৫]

এ. কে. এম. জাহাঙ্গীর খান ২০২০ সালেত ১৫ ফেব্রুয়ারি ঢাকার ইউনাইটেড হাসপাতালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪][৯][১০]

নির্বাচিত চলচ্চিত্র তালিকা সম্পাদনা

সম্মাননা সম্পাদনা

  • টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব) পুরস্কার আজীবন সম্মাননা - ২০১৮[১১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'মুভি মোগল' খ্যাত প্রযোজক জাহাঙ্গীর খান আর নেই"চ্যানেল ২৪। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "'Movie Mughal' AKM Jahangir passes away"The Independent। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  3. "প্রযোজক জাহাঙ্গীর খান আর নেই"বণিক বার্তা। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "'মুভি মোগল' জাহাঙ্গীর খান আর নেই"জনকণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। ১৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "ঢাকাই চলচ্চিত্রের মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান"বাংলাদেশ প্রতিদিন। ৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  6. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (PDF)বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৯ 
  7. "'মুভি মোগল' জাহাঙ্গীর খান মারা গেছেন"চ্যানেল আই। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "'মুভি মোগল' এ কে এম জাহাঙ্গীর আর নেই"একুশে টেলিভিশন। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  9. "AKM Jahangir Khan passes away"New Age। ১৫ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  10. "মুভি মোগল আর নেই"কালের কণ্ঠ। ১৬ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  11. "প্রদান করা হলো ট্রাব অ্যাওয়ার্ড- ২০১৭"দৈনিক ইত্তেফাক। ২০ ফেব্রুয়ারি ২০১৮। ১৫ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০