এ. এন. এম মমতাজ উদ্দিন চৌধুরী

এ.এন.এম মমতাজ উদ্দিন চৌধুরী (জ. ১৯২৩ - মৃ. ২০০৫) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (৩১-০১-১৯৮১ থেকে ২৭-১২-১৯৮৮)[১][২][৩] ছিলেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।[৪][৫] ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৬][৭][৮] এছাড়াও তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৯]

ড. প্রফেসর
এ.এন.এম মমতাজ উদ্দিন
প্রথম উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
কাজের মেয়াদ
৩১ জানুয়ারি ১৯৮১ – ২৭ ডিসেম্বর ১৯৮৮
পূর্বসূরীনেই
উত্তরসূরীমুহাম্মাদ সিরাজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৩ খ্রিস্টাব্দ
লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর জেলা, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু২ অক্টোবর ২০০৫(2005-10-02) (বয়স ৮১–৮২)
জাতীয়তাবাংলাদেশী
পেশাশিক্ষাবিদ, অধ্যাপক

জন্ম ও পরিচয় সম্পাদনা

এ এন এম মমতাজ উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর জেলায় সদর উপজেলার দালাল বাজারে বিশিষ্ট মুসলিম জমিদার পরিবারে ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন।[১০][১১][১২] তার মাতার নাম ফাতেমা বেগম।[১৩] তার ছেলেবেলা তার পরিবারের সাথে এই দালালবাজার গ্রামে কেটেছে।

ইবিতে নিয়োগ দান সম্পাদনা

দায়িত্ব পালন সম্পাদনা

১৯৭৭ সালে মক্কায় ওআইসির অনুষ্ঠানে বিভিন্ন দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবনা করে।[১৪][১৫] সেই প্রেক্ষিতে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ২ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে প্রফেসর এ.এন.এম মমতাজ উদ্দিন চৌধুরীকে প্রকল্প পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়। তিনি দেড় বছর এই দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮১ সালের ৩১ জানুয়ারি প্রকল্প পরিচালক ড. এ এন এ মমতাজ উদ্দিন চৌধুরীকে প্রথম ভিসি নিয়োগ করে দু’টি অনুষদের অধীনে চারটি বিভাগে মোট ৩০০ জন ছাত্র নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।[১৬][১৭][১৮] দুই বছর বাদেই এরশাদ সরকার ইসলামী বিশ্ববিদ্যালয়কে গাজীপুরে স্থানান্তর করেন, গাজীপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ৭ বছর স্থায়ী ছিলো, এখানেই মমতাজ উদ্দিন চৌধুরীর মেয়াদ শেষ হয়।[১৯] তিনি দুই মেয়াদে ৭ বছর ১১ মাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।[২০]

অপসারণ সম্পাদনা

১৯৮৭ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে উপাচার্যের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরোধ বাধে। উপাচার্য ধর্মীয় বিষয় টেনে এনে ছাত্রলীগ ও সকল ছাত্রদের নিষেধ করে কিন্তু ছাত্ররা নিষেধ অমান্য করে শহীদ মিনারে ফুল দেয়। এটা নিয়ে ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের সাথে উপাচার্যের বাক-বিতন্ডা হয়। এরপরে ছাত্ররা ভিসি অপসারণের আন্দোলন করে ২৭ ডিসেম্বর ১৯৮৮ সালে মমতাজ উদ্দিনকে অপসারণ করে।[২১] তিনি তার মেয়াদ পূরণের মাত্র ৪ দিন পূর্বে উপাচার্যের দায়িত্ব থেকে অপসারিত হন।[২০]

অবদান সম্পাদনা

বিদ্যালয় প্রতিষ্ঠা সম্পাদনা

মমতাজ উদ্দিন চৌধুরী এবং মুক্তিযোদ্ধা এডভোকেট আক্তারুজ্জামান দুইজন মিলে লক্ষ্মীপুর সদর উপজেলায় লক্ষ্মীপুর দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন[১৩], যেটা অত্র অঞ্চলের মধ্যে সুনামধন্য বালিকা উচ্চ বিদ্যালয়।[৯][২২] এই বালিকা বিদ্যালয়টির নামকরন করা হয়েছে মমতাজ উদ্দিনের মাতা ফাতেমা বেগমের নামে।[১৩]

বই সম্পাদনা

  • পূর্ব পাকিস্তানে প্রাপ্ত বয়স্কদের শিক্ষার একটি পরিকল্পনা[২৩]

মৃত্যু সম্পাদনা

মমতাজ উদ্দিন চৌধুরী ২০০৫ সালের ২ অক্টোবর স্বাভাবিকভাবে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃতুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এম রফিকুল ইসলাম শোক প্রকাশ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নিয়োগ বানিজ্যের অভিশাপ থেকে মুক্তি পেলো না ইবি"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  2. "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮ বছর"bdnewshour24.com। ২০২১-১২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  3. "ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী"Barta24.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  4. "কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস"। ১৪ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "ইবির সাড়ে তিন দশক"। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. ":: দৈনিক জনতা ::"www.djanata.com। ২০২১-০১-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  7. "গৌরবের ৪০ বছরে ইবি"লালমনিরহাট বার্তা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  8. "ঐতিহ্য ও গৌরবের ইসলামী বিশ্ববিদ্যালয়"thecampustoday.com। ২০২০-০১-২৪। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  9. "লক্ষ্মীপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান"আজকের বাংলা সংবাদ .কম। ২০১৮-০৮-১২। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  10. "লক্ষ্মীপুর জেলার প্রখ্যাত ব্যক্তিত্ব"। ৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. "লক্ষ্মীপুর সদর উপজেলার প্রখ্যাত ব্যক্তি"। ১০ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  12. "চর কাদিরা ইউনিয়নের ব্যক্তিত্ব"। ৩১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  13. "লক্ষ্মীপুর দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইতিহাস"। ৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  14. "ইবির সাড়ে তিন দশক- ক্যাম্পাস ক্যারিয়ার"। ২২ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  15. "৩৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়"এনটিভি। ২০১৭-১১-২১। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  16. "শুভ জন্মদিন ইসলামী বিশ্ববিদ্যালয়"প্রিয়.কম। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  17. "বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্ম" (পিডিএফ)। ২২ জুলাই ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  18. "চার দশকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তি"bangladesherkhabor.net। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  19. "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৯ 
  20. "ইসলামী বিশ্ববিদ্যালয় কোন পথে পরিচালিত হবে"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  21. agaminews.com। "ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের স্মৃতি"agaminews.com। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  22. "মায়ের কাছে চিঠি | banglatribune.com"বাংলা ট্রিবিউন। ২০২০-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৪ 
  23. Choudhury, A. N. M. Mumtaz Uddin (১৯৪৯)। A Plan of Adult Education for Eastern Pakistan। Cornell Univ.।