এল সালভাদোরের ভূগোল

জিওগ্রাফিক ইস এ মোস্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট

এল সালভাদোরের ভেতর দিয়ে পূর্ব-পশ্চিম বরাবর দুইটি সমান্তরাল পর্বতশ্রেণী চলে গেছে। এই দুই পর্বতশ্রেণীর মধ্যে একটি মালভূমি অবস্থিত। এর প্রশান্ত মহাসাগরের তীরে রয়েছে সরু সমভূমি এলাকা। এল সালভাদোরের প্রায় ৮৫% এলাকা পর্বত ও মালভূমিতে আকীর্ণ। বাকী অংশগুলি উপকূলীয় সমভূমি।

এল সালভাদোরের ভূ-সংস্থানিক মানচিত্র
এল সালভাদোরের উপগ্রহ চিত্র (এপ্রিল, ২০০২)

মধ্যভাগের মালভূমিটিতে (গড় উচ্চতা ৬০০ মিটার) সবচেয়ে বেশি লোক বাস করে। এল সালভাদোরের সব বড় শহর এখানেই অবস্থিত।

কনসেগুয়া (আগ্নেয়গিরি) থেকে ফনসেকা উপসাগর এর দৃশ্য