এরিন ব্রকোভিচ

যুক্তরাষ্ট্রের একজন পরিবেশ আন্দোলনকারী

এরিন ব্রকভিচ' (ইংরেজি: Erin Brockovich; জন্ম: ২২ জুন ১৯৬০) হলেন একজন মার্কিন প্যারালিগাল, ফাঁসকারী, ভোক্তা আইনজীবী এবং পরিবেশ কর্মী, যিনি ১৯৯৩ সালে অ্যাটর্নি এড মাসরির সহায়তায় প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির (পিজিঅ্যান্ডই) বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার হিঙ্কলিতে ভূগর্ভস্থ পানি দূষণের সাথে জড়িত একটি মামলা করতে ভূমিকা রেখেছিলেন। তাদের এই মামলার সাফল্য অস্কার বিজয়ী চলচ্চিত্র এরিন ব্রকভিচ-এর মূল বিষয়বস্তু। চলচ্চিত্রটিতে জুলিয়া রবার্টস ব্রকভিচ চরিত্রে ও অ্যালবার্ট ফিনি মাসরি চরিত্রে অভিনয় করেন। তারপর থেকে ব্রকভিচ গণমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন এবং এবিসি-তে চ্যালেঞ্জ আমেরিকা উইথ এরিন ব্রকভিচ টিভি ধারাবাহিক এবং জোন রিয়েলিটির ফাইনাল জাস্টিস উপস্থাপনা করেন। তিনি ব্রকভিচ রিসার্চ অ্যান্ড কনসালটিং এর সভাপতি। তিনি নিউ ইয়র্কের আইন সংস্থা ওয়েইটজ অ্যান্ড লুক্সেনবার্গ[১] ও অস্ট্রেলিয়ার শাইন আইনজীবীদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেন।[২] তিনি অধুনা-লুপ্ত ক্যালিফোর্নিয়ার আইন সংস্থা গিরার্ডি অ্যান্ড কিসের পরামর্শক হিসেবে কাজ করেছেন।[৩][৪]

এরিন ব্রকভিচ
ইংরেজি: Erin Brockovich
২০১৯ সালে ব্রকভিচ
জন্ম
এরিন প্যাটি

(1960-06-22) ২২ জুন ১৯৬০ (বয়স ৬৩)
পেশাভোক্তা আইনজীবী
দাম্পত্য সঙ্গী
  • শন ব্রাউন (বি. ১৯৮২; বিচ্ছেদ. ১৯৮৭)
  • স্টিভেন ব্রকভিচ (বি. ১৯৮৯; বিচ্ছেদ. ১৯৯০)
  • এরিক এল. এলিস (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০১২)
সন্তান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

ব্রকভিচ ১৯৬০ সালের ২২শে জুন ক্যানসাস অঙ্গরাজ্যের লরেন্স শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম এরিন প্যাটি। তার মাতা বেটি জো (জন্ম: ওনিল, আনু. ১৯২৩-২০০৮) একজন সাংবাদিক এবং পিতা ফ্র্যাঙ্ক প্যাটি (১৯২৪-২০১১) একজন প্রকৌশলী ও ফুটবল খেলোয়াড় ছিলেন। তার দুই ভাই ফ্র্যাঙ্ক জুনিয়র ও টমাস (১৯৫৪-১৯৯২) এবং এক বোন জোডি।[৫] তিনি লরেন্স হাই স্কুলে পড়াশোনা করেন এবং পরে ম্যানহাটনের ক্যানসাস স্টেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি টেক্সাসের ডালাসের ওয়েড কলেজ থেকে ফলিত কলাবিদ্যায় ডিগ্রি অর্জন করেন। ব্রকভিচের ডাইলেক্সিয়া রয়েছে, এতে তার পড়তে অসুবিধা হয়।[৬][৭]

প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মামলা সম্পাদনা

১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার হিঙ্কলি শহরে ব্যাপকহারে লোকজন অসুস্থ হয়ে পড়লে ব্রকভিচ পিজিঅ্যান্ডই'র বিরুদ্ধে কথা বলেন। তিনি হিঙ্কলি শহরের পক্ষে এই কোম্পানির বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে ভূমিকা পালন করেন।[৮][৯][১০] অ্যান্ডারসন ও অন্যান্য বনাম প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, ফাইল বিসিভি ০০৩০০ শীর্ষক মামলাটিতে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম (এছাড়াও "ক্রোমিয়াম 6", "ক্রোমিয়াম VI", "Cr-VI" বা "Cr-VI" নামেও লেখা হয়") দ্বারা শহরে পানীয় জলের দূষণের অভিযোগ করা হয়।[১১] মামলার কেন্দ্রবিন্দু ছিল ১৯৫২ সালে সান ফ্রান্সিসকো বে অঞ্চলে সংযোগকারী একটি প্রাকৃতিক-গ্যাস পাইপলাইনের অংশ হিসেবে নির্মিত হিঙ্কলি কম্প্রেসার স্টেশন। ১৯৫২ থেকে ১৯৬৬ সালের মধ্যে পিজিঅ্যান্ডই ক্ষয় প্রতিরোধের জন্য কুলিং টাওয়ার সিস্টেমে হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম ব্যবহার করে। বর্জ্য জল এই জায়গায় লাইনবিহীন পুকুরে নিঃসৃত করা হয়, এবং কিছু বর্জ্য জল ভূগর্ভস্থ জলে জমে যায়, যা উদ্ভিদের কাছাকাছি প্রায় ২ বর্গ মাইল (৫.২ বর্গ কিমি) এলাকায় প্রভাব বিস্তার করে।[১২] রিজিওনাল ওয়াটার কোয়ালিটি কন্ট্রোল বোর্ড (আরডাব্লিউকিউসিবি) ১৯৬৮ সালে পিজিঅ্যান্ডই সাইটটিকে তাদের নীতিমালার অধীনে রাখে।

১৯৯৬ সালে ৩৩৩ মিলিয়ন মার্কিন ডলারে মামলাটির নিষ্পত্তি হয়। এটি সে সময় পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি মামলায় ক্ষতিপূরণ প্রদান করা সবচেয়ে বড় নিষ্পত্তি। ব্রকভিচ মাসরি অ্যান্ড ভিটিটো আইন সংস্থার আইনী কেরানি ছিলেন। মাসরি অ্যান্ড ভিটিটো এই নিষ্পত্তির ১৩৩.৬ মিলিয়ন মার্কিন ডলায় পায় এবং ব্রকভিচ তার ফি হিসেবে ২.৫ মিলিয়ন মার্কিন ডলার পান।[১৩]

২০২১ সালে পিজিঅ্যান্ডই বলে যে তারা ৭০% দূষণ কমিয়েছে। বাসিন্দাদের পক্ষ থেকে পরিচ্ছন্নতার নিরীক্ষণের দায়িত্বে থাকা একজন স্বাধীন পরামর্শদাতা বলেন যে ভূগর্ভস্থ জল পরিষ্কারের কাজ সম্পূর্ণ হতে ৩০ থেকে ৫০ বছর সময় লাগবে।[১৪]

পুরস্কার ও স্বীকৃতি সম্পাদনা

  • ২০০৫ সালের মে মাসে ওরেগনের পোর্টল্যান্ডের লুইস অ্যান্ড ক্লার্ক ল স্কুল থেকে সম্মানসূচক ডক্টর অব ল এবং বক্তা[১৫]
  • ২০০৭ সালের ৫ মে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের লয়োলা ম্যারিমন্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব হিউমেন লেটার্স এবং বক্তা[১৫]
  • কলোরাডোর সেন্টিনিয়ালের জোন্স ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক মাস্টার অব আর্টস, বিজনেস কমিউনিকেশন[১৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. ম্যাকডনা, মলি (২৬ সেপ্টেম্বর ২০০৮)। "Erin Brockovich Signs On With NYC Law Firm"এবিএ জার্নাল 
  2. "Erin Brockovich Shines"। শাইন লয়ার্স। ৩ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "Girardi & Keese Law Firm" (পিডিএফ)। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. ম্যাডাউস, জিন (২২ সেপ্টেম্বর ২০০৯)। "Erin Brockovich goes after Shell Oil in Carson"ডেইলি ব্রিজ। অক্টোবর ৭, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. "Obituaries / LJWorld.com"ljworld.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  6. ফোর্টিনি, অ্যামান্ডা (১১ আগস্ট ২০২০)। "Erin Brockovich Wants to Know What You're Drinking"দি আটলান্টিক (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  7. "Erin Brockovich Reveals How Her Dyslexia — and Doubters — Shaped Her Citizen Activism Career"পিপল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  8. ডোরিয়ান, মার্ক; গোরিন, টিম; ইয়ামাডা, হ্যালি; ইয়াং, অ্যালি (১০ জুন ২০২১)। "Erin Brockovich: the real story of the town three decades later"এবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  9. ফ্রিডম্যান, অ্যান (২০১৬)। "Erin Brockovich: The fabulous American whistleblower has a few more surprises in the pipeline."দ্য জেন্টলওম্যান (ইংরেজি ভাষায়)। 
  10. ডিভাইন, টম (২০১১)। The corporate whistleblower's survival guide : a handbook for committing the truth। সান ফ্রান্সিস্কো: বেরেট-কোয়েলার পাবলিশার্স। আইএসবিএন 9781605099866 
  11. "Erin Brockovich and Hexavalent Chromium"SkillMD (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৬ 
  12. "PG&E Hinkley Chromium Cleanup"swrcb.ca.gov। ক্যালিফোর্নিয়া স্টেট ওয়াটার রিসোর্সেস কনট্রোল বোর্ড। ১০ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  13. ক্যাম্পবেল, ডানকান (১০ ডিসেম্বর ২০০১)। "What Erin Brockovich did next"দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  14. ডোরিয়ান, মার্ক; গোরিন, টিম; ইয়ামাডা, হ্যালি; ইয়াং, অ্যালি (১০ জুন ২০২১)। "Erin Brockovich: the real story of the town three decades later"এবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 
  15. "Awards"brockovich.com। এরিন ব্রকভিচ। জানুয়ারি ২২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা