এবিসি রেডিও (বাংলাদেশ)

এবিসি রেডিও বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক এফএম রেডিও স্টেশন। ট্রান্সকম গ্রুপের মিডিয়া স্টার-এর একটি অংশ, পরে রংধনু গ্রুপ এবং দৈনিক প্রথম আলোর সহপ্রতিষ্ঠান।[১] এই রেডিও স্টেশনের বেতার তরঙ্গ ৮৯.২ এফএম।[২] বাংলাদেশের রাজধানী ঢাকার কাওরান বাজারে এবিসি রেডিওর প্রধান কেন্দ্র অবস্থিত। ২০০৯ সালের ৭ই জানুয়ারি এবিসি রেডিও বাণিজ্যিক পরিচালনা শুরু করে। 'বাংলার আওয়াজ' স্লোগানে এই রেডিও কার্যক্রম পরিচালনা করছে।[৩] গত ৩১ মে,২০২৩ তারিখে রংধনু গ্রুপের অধীনে চলে আসার পর এটি আর সম্প্রচারে নেই।

এবিসি রেডিও
প্রচারের স্থানঢাকা
সম্প্রচার এলাকা বাংলাদেশ
স্লোগানবাংলার আওয়াজ
ফ্রিকোয়েন্সি৮৯.২০ এফএম
প্রথম সম্প্রচার৭ জানুয়ারি ২০০৯ (2009-01-07)
ফরম্যাটসঙ্গীত চ্যানেল
ভাষাবাংলা
মালিকানাস্বত্ত্বট্রান্সকম গ্রুপ পরে,রংধনু গ্রুপ
ওয়েবকাস্টসরাসরি
ওয়েবসাইটwww.abcradio.fm

প্রকৃতি সম্পাদনা

এবিসি রেডিও নিউজ বুলেটিন, আলোচিত ঘটনা নিয়ে আলোচনা অনুষ্ঠান, রেডিও ডকুমেন্টারি, তথ্যবার্তা, ট্রাফিক, স্টক মার্কেট, আবহাওয়া ইত্যাদি, সরাসরি অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি সাপ্তাহিক ও বিশেষ দিনের অনুষ্ঠান প্রচার করে।[৩]

অংশগ্রহণ সম্পাদনা

রেডিওর অনুষ্ঠানে অংশগ্রহণ বা এসএমএস প্রদানের জন্য বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে ক্ষুদে বার্তা পাঠানো যায়।

নিউমিডিয়া সম্পাদনা

এবিসি রেডিওর খবর তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর ওয়েবসাইটে শোনা যায়।বর্তমানে এটি রংধনু গ্রুপের অধীনে চলে আসে।জাতীয় দৈনিক‘প্রতিদিনের বাংলাদেশ’ ও দেশের ৩৯তম স্যাটেলাইট চ্যানেল ‘গ্রিন টেলিভিশন’এই গ্রুপের অধীনে আছে।

খবর সম্পাদনা

এই রেডিওতে প্রতি ঘণ্টায় সরাসরি খবর প্রচারিত হয়। এছাড়া যেকোনো আকষ্মিক উদ্ভূত ঘটনায় তাজা খবর (ব্রেকিং নিউজ) প্রচার করা হয়।

অনুষ্ঠানমালা সম্পাদনা

 
এবিসি রেডিওর লোগো (পুরাতন)

এবিসি রেডিওতে প্রচারিত উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ হচ্ছে:[৪]

  • কুয়াশা
  • তারা রাম পাম
  • প্রেম রোগ
  • মৌসুমি হাওয়া
  • হ্যালো ৮৯২০ বিবাহিত জীবনের গল্প
  • যাহা বলিব সত্য বলিব
  • হ্যানওভার উইথ লিঙ্কন
  • হট বক্স উইথ রাফা
  • লাভ বাক্স
  • ক্যারিয়ার কোচ
  • মডার্ন পিরিতি
  • দ্য লেট ব্রেকফাস্ট শো
  • গুড মর্নিং বাংলাদেশ
  • মিউজিক লাউঞ্জ
  • আড্ডাবাজ
  • হাই ওয়ে টু চিল
  • ইনসোমনিয়া
  • মিউজিক ডিস্কো
  • মিউজিক ক্লাসিক
  • বিউটি অ্যান্ড দ্য বেস্ট
  • ফটো টক
  • বলি টক
  • লুক হু'স টকিং উইথ ডন সুমদানি

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About ABC"www.abcradio.fm (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৩ 
  2. "এবিসি রেডিও"। প্রথম আলো। ফেব্রুয়ারি ৮, ২০১৪। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৪ 
  3. A year of accomplishments, abc radio turns one. ডেইলি স্টার (ইংরেজি)
  4. "Programs"abcradio.fm (ইংরেজি ভাষায়)। এবিসি রেডিও। ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা