এন১০২ (বাংলাদেশ)

বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক

জাতীয় মহাসড়ক ১০২ বা এন১০২ বা কুমিল্লা-সিলেট মহাসড়ক বাংলাদেশের একটি মহাসড়ক, যা চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করেছে।[১][২]

জাতীয় মহাসড়ক ১০২ shield}}
জাতীয় মহাসড়ক ১০২
পথের তথ্য
দৈর্ঘ্য৮২ কিমি[১] (৫১ মা)
প্রধান সংযোগস্থল
ব্রাহ্মণবাড়িয়া প্রান্ত:সরাইল
কুমিল্লা প্রান্ত:ময়নামতি (কুমিল্লা সেনানিবাস)
মহাসড়ক ব্যবস্থা
এন১ এন১০৩

বিবরণ সম্পাদনা

মহাসড়কটি কুমিল্লা ও সিলেটে জেলাকে সংযুক্ত করেছে। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাইল উপজেলা থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত গেছে যার দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল)। মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদরকসবা উপজেলা হয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়াবুড়িচং উপজেলার মধ্য দিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সেকশন সম্পাদনা

৪১ কিলোমিটার (২৫ মাইল) দৈর্ঘ্যের, ব্রাহ্মণবাড়িয়া সেকশনটি সরাইল উপজেলার বিশ্ব রোড ক্রসিং থেকে শুরু হয়েছে। বিশ্ব রোড ক্রসিংয়ে এটি এন২-এর সাথেও সংযুক্ত।

কুমিল্লা সেকশন সম্পাদনা

৪১ কিলোমিটার (২৫ মাইল) দৈর্ঘ্যের, কুমিল্লা সেকশনটি ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর থেকে শুরু হয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Road Master Plan" (পিডিএফ)। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১২ 
  2. "সড়ক ও জনপথ বিভাগ"। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫