এডমুন্ড এম. ক্লার্ক

এডমুন্ড মেলসন ক্লার্ক একজন কম্পিউটার বিজ্ঞানী।

এডমুন্ড মেলসন ক্লার্ক
জন্ম (1946-12-24) ডিসেম্বর ২৪, ১৯৪৬ (বয়স ৭৭)
পুরস্কারটুরিং পুরস্কার (২০০৭)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
কার্নেগী মেলন ইউনিভার্সিটি
ডক্টরেট শিক্ষার্থীআর্নেস্ট অ্যালেন এমারসন

জীবনী সম্পাদনা

ক্লার্ক ১৯৬৭ সালে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে গণিতে বিএ ডিগ্রি, ১৯৬৮ সালে ডিউক বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএ ডিগ্রি এবং ১৯৭৬ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ডিউক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ শিক্ষকতা করেন। [১]

সম্মাননা ও পুরস্কার সম্পাদনা

ক্লার্ক অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারিইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স এর ফেলো।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Kanellakis Award laureates