উয়েফা বছরের সেরা ক্লাব ফুটবলার

উয়েফা বছরের সেরা ক্লাব ফুটবলার খেতাবটি হল একটি খেতাব যেটা প্রধানত একটি ফুটবল খেতাব। এই খেতাব উয়েফা দিত বছরের সেরা খেলোয়াড়দের যারা সারা বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। এই খেতাব দেওয়া হত আগস্ট মাসে মোনাকোতে উৎসবের সময়ে উয়েফা সুপার কাপের আগে এবং প্রধানত দেওয়া হত সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মধ্যমাঠের খেলোয়াড়, সেরা ফরোয়ার্ড, সেরা কোচ এদেরকে। ১৯৯৭-৯৮ মরসুম থেকে এই খেতাব দেওয়া শুরু হয়। প্রথম এই খেতাবটি পেয়েছিলেন রোনালদো যিনি তখন ইন্টার মিলান ক্লাবে ছিলেন। ২০১০-২০১১ থেকে এই খেতাবটি উয়েফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ খেতাব নামে পরিচিত হয়।

বিজয়ী সম্পাদনা

মরসুম দেশ খেলোয়াড় খেলবার স্থান ক্লাব এছাড়াও জিতেছেন
১৯৯৭-৯৮   BRA রোনালদো ফরোয়ার্ড   ইন্টার মিলান সেরা ফরোয়ার্ড
১৯৯৮-৯৯   ENG ডেভিড বেকহ্যাম মধ্যমাঠের খেলোয়াড়   ম্যানচেস্টার ইউনাইটেড সেরা মধ্যমাঠের খেলোয়াড়
১৯৯৯-২০০০   ARG ফের্নান্দো রেদোন্দো মধ্যমাঠের খেলোয়াড়   রিয়াল মাদ্রিদ
২০০০-০১   GER স্টিফান এফেনবার্গ মধ্যমাঠের খেলোয়াড়   বায়ার্ন মিউনিখ
২০০১-০২   FRA জিনেদিন জিদান মধ্যমাঠের খেলোয়াড়   রিয়াল মাদ্রিদ
২০০২-০৩   ITA জিয়ানলুইজি বুফন গোলকিপার   জুভেন্টাস
২০০৩-০৪   POR ডেকো মধ্যমাঠের খেলোয়াড়   পোর্তো সেরা মধ্যমাঠের খেলোয়াড়
২০০৪-০৫   ENG স্টিভেন জেরার্ড মধ্যমাঠের খেলোয়াড়   লিভারপুল
২০০৫-০৬   BRA রোনালদিনিয়ো ফরোয়ার্ড   বার্সেলোনা
২০০৬-০৭   BRA কাকা মধ্যমাঠের খেলোয়াড়   মিলান সেরা ফরোয়ার্ড
২০০৭-০৮   POR ক্রিস্তিয়ানো রোনালদো ফরোয়ার্ড   ম্যানচেস্টার ইউনাইটেড সেরা ফরোয়ার্ড
২০০৮-০৯   ARG লিওনেল মেসি ফরোয়ার্ড   বার্সেলোনা সেরা ফরোয়ার্ড
২০০৯-১০   ARG দিয়েগো মিলিতো ফরোয়ার্ড   ইন্টার মিলান সেরা ফরোয়ার্ড

দেশের পরিপ্রেক্ষিতে সম্পাদনা

দেশ খেলোয়াড়
  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ইংল্যান্ড
  পর্তুগাল
  জার্মানি
  ফ্রান্স
  ইতালি

ক্লাবের পরিপ্রেক্ষিতে সম্পাদনা

ক্লাব খেলোয়াড়
  ইন্টার মিলান
  ম্যানচেস্টার ইউনাইটেড
  রিয়াল মাদ্রিদ
  বার্সেলোনা
  বায়ার্ন মিউনিখ
  জুভেন্টাস
  পোর্তো
  লিভারপুল
  মিলান

See also সম্পাদনা

External links সম্পাদনা