উত্তর গুয়াহাটি (অসমীয়া: উত্তর গুৱাহাটী) আসামের কামরূপ জেলায় অবস্থিত একটি ছোট নগর।

উত্তর গুয়াহাটি
নগর
উত্তর গুয়াহাটি আসাম-এ অবস্থিত
উত্তর গুয়াহাটি
উত্তর গুয়াহাটি
অসমে উত্তর গুয়াহাটির অবস্থান
স্থানাঙ্ক: ২৬°১১′ উত্তর ৯১°৪৩′ পূর্ব / ২৬.১৮° উত্তর ৯১.৭২° পূর্ব / 26.18; 91.72
দেশ India
উচ্চতা৩৩ মিটার (১০৮ ফুট)
জনসংখ্যা (২০০১)
 • মোট১৬,১৩১
ভাষা
 • সরকারীঅসমীয়া
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+5:30)
PIN781 XXX
ওয়েবসাইটkamrup.nic.in

ভৌগোলিক বিবরণ সম্পাদনা

উত্তর গুয়াহাটির স্থানাংক হচ্ছে ২৬°১১′ উত্তর ৯১°৪৩′ পূর্ব / ২৬.১৮° উত্তর ৯১.৭২° পূর্ব / 26.18; 91.72.[১] । সাগরপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫৪ মিটার।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সনের জনগননা অনুযায়ী উত্তর গুয়াহাটির জনসংখ্যা হচ্ছে ১৬,১৩১ জন[২]। যার ৫৩% পুরুষ ও ৪৭% মহিলা। মোট জনসংখ্যার ১০% ছয় বছরের অণুর্ধর। উত্তর গুয়াহাটির গড় সাক্ষরতার হার ৭৩%। পুরুষ ও মহিলার গড় সাক্ষরতার হার ক্রমে ৭৮% ও ৬৮%।

যাতায়ত ব্যবস্থা সম্পাদনা

৩১নং ভারতীয় জাতীয় সড়ক দ্বারা উত্তর গুয়াহাটি ভারতের বিভিন্ন প্রান্তের সহিত সংযুক্ত।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

উত্তর গুয়াহাটিতে অবস্থিত প্রধান শিক্ষানুষ্ঠান সমূহের নাম হচ্ছে:

রাজনীতি সম্পাদনা

উত্তর গুয়াহাটি গুয়াহাটি লোকসভা সমষ্টি ও জালুকবাড়ি বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত।

উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা

উল্লেখযোগ্য স্থান সম্পাদনা

  • দীর্ঘেশ্বরী মন্দির
  • দৌলগোবিন্দ মন্দির
  • রুদ‌্রেশ্বর মন্দির
  • অশ্বক্লান্তা দেবালয়
  • আউনীআটী সত্র, উত্তর গুয়াহাটি
  • মণিকর্ণেশ্বর দেবালয়
  • কানাই বরশী বোয়া শিল

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Falling Rain Genomics, Inc - North Gauhati"। ২৩ জানুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১