ইসলাম: এম্পায়ার অব ফেইথ

ইসলাম: এম্পায়ার অব ফেইথ (ইংরেজি: Islam: Empire of Faith , বাংলা: ইসলাম: বিশ্বাসের সাম্রাজ্য) হল ২০০০ সালে নির্মিত একটি প্রামাণ্য ধারাবাহিক তথ্যচিত্র, যাতে নবী মুহাম্মদ থেকে শুরু করে উসমানীয় সাম্রাজ্য পর্যন্ত ইসলামের ইতিহাস বিস্তারিতভাবে দেখানো হয়েছে। প্রামাণ্যচিত্রটিতে ধারাবর্ণনা করেছেন প্রখ্যাত অভিনেতা বেন কিংসলি এবং সম্পূর্ণ প্রামাণ্যচিত্রটি তিনটি ডিভিডি অথবা এনটিএসসি ফরমেটে দুইটি ভলিউম আকারে পাওয়া যায়।

ইসলাম: এম্পায়ার অব ফেইথ
ডিভিডি কভার
পরিচালকরবার্ট এইচ. গার্ডনার
রচয়িতাজনাথন গ্রুপার
শ্রেষ্ঠাংশেবেন কিংসলি (কথক)
সুরকারলিওনার্ড লিওনেট
চিত্রগ্রাহকরেগিস বিকার
সম্পাদকডেভিড গ্রসব্যাক
ক্রিস্টোফার স্কুলটস
পরিবেশকপিবিএস
মুক্তি২০০০
ভাষাইংরেজি

ধারাবাহিকটির প্রথম পর্বে দেখানো হয়েছে নবী মুহাম্মদ এর ইতিহাস, দ্বিতীয় পর্বে প্রাথমিক খলিফাগণ, ক্রুসেড যুদ্ধসমূহ ও মঙ্গোলীয় অভিযান এবং তৃতীয় পর্বে ওসমানীয় সাম্রাজ্য এবং ইরানি সফভীয় রাজবংশ বিস্তারিত দেখানো হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা