ইয়ুর্গেন নর্বার্ট ক্লপ (জন্ম ১৬ জুন, ১৯৬৭) একজন জার্মান ফুটবল কোচ এবং সাবেক ফুটবল খেলোয়াড়। বর্তমানে তিনি লিভারপুলের কোচ হিসেবে কর্মরত। [২]

ইয়ুর্গেন ক্লপ
২০১৯ সালে লিভারপুলে ক্লপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়ুর্গেন নর্বার্ট ক্লপ[১]
জন্ম ১৬ জুন, ১৯৬৭[১]
জন্ম স্থান স্টুটগার্ট, পশ্চিম জার্মানি
উচ্চতা ১.৯৪ মি (৬ ফু ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান
ক্লাবের তথ্য
বর্তমান দল
লিভারপুল (ম্যানেজার)
পরিচালিত দল
বছর দল
২০০১-২০০৮ মেইঞ্জ ০৫
২০০৮-২০১৫ বরুসিয়া ডর্টমুন্ড
২০১৫-বর্তমান লিভারপুল

ক্লপ তার খেলোয়াড়ি জীবনের প্রায় অতিবাহিত করেছেন মেইঞ্জ ০৫ ক্লাব এ। তারপর সেই ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ সময় ধরে সেখানকারই কোচ ছিলেন (২০০১-২০০৮)। তার অধীনেই দলটি বুন্দেসলিগাতে উত্তীর্ণ হয়। ২০০৮ সালে ক্লপ বরুসিয়া ডর্টমুন্ট এ যোগদান করেন। ২০১০-১১ এবং ২০১১-১২ সিজনে সালে তিনি টানা দুইবার দলটিকে বুন্দেসলিগা শিরোপা জেতান।[৩] পাশাপাশি ২০১২ সালে ডিএফবি পোকাল কাপ, ২০১৩ ও ২০১৪ সালে ডিএফএল সুপারকাপ জেতান এবং ২০১৩ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ এর ফাইনালে নিয়ে যান বরুসিয়াকে। তিনি ২০১১ ও ২০১২ সালে জার্মানির শ্রেষ্ঠ ফুটবল কোচ হবার গৌরব অর্জন করেন। ২০১৫ সালে তিনি যখন বরুসিয়া ত্যাগ করেন ক্লাব ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে কোচ থাকার রেকর্ড নিয়ে। ২০১৫ সালের অক্টোবর মাসে তিনি লিভারপুল ফুটবল ক্লাব এর কোচ হিসেবে যোগদান করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Klopp: Jürgen Norbert Klopp"। BDFutbol। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৬ 
  2. "লিভারপুল ফুটবল ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট"। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৭ 
  3. "বুন্দেসলিগা টেবিল"। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭