ইয়ান মইয়ার (ইংরেজি: Ian Moir) (৩0 জুন ৩০ ১৯৪৩- ২৬ মার্চ ২০১৫) ছিলেন একজন স্কটিশ ফুটবল খেলোয়াড়। তিনি মাঝমাঠের খেলোয়াড় হিসাবে খেলতেন।। দক্ষিণ আফ্রিকার ফুটবল ক্লাব আর্কেডিয়া সেফার্ডসকে খেলতে যাওয়ার আগে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং ব্ল্যাকপুলসহ আরো ৫টি ক্লাবে প্রায় ৩০০ টি ফুটবল লীগা ম্যাচ খেলেছেন। পরে তিনি ব্রিটেনে ফিরে আসেন এবং ওসেসট্রি টাউন ও কলউইন বে ক্লাবের হয়ে নন লীগা ম্যাচে অংশগ্রহণ করেন।

ইয়ান মইয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়ান মইয়ার
জন্ম (১৯৪৩-০৬-৩০)৩০ জুন ১৯৪৩
জন্ম স্থান অ্যাবারডিন, স্কটল্যান্ড
মৃত্যু ২৬ মার্চ ২০১৫(2015-03-26) (বয়স ৭১)
উচ্চতা ৫ ফু ১১ ইঞ্চি (১.৮০ মি)
মাঠে অবস্থান মাঝমাঠের খেলোয়াড়
যুব পর্যায়
১৯৫৮-১৯৬০ ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৬০-১৯৬৫ ম্যানচেস্টার ইউনাইটেড ৪৫ (৫)
১৯৬৫-১৯৬৭ ব্ল্যাকপুল ৬১ (১২)
১৯৬৭-১৯৬৮ চেস্টার সিটি ২৫ (৩)
১৯৬৮-১৯৭২ রেক্সহ্যাম ১৫০ (২০)
১৯৭২-১৯৭৩ শুরেউষবুরি টাউন ২৫ (২)
১৯৭৩-১৯৭৫ রেক্সহ্যাম ১৫ (০)
১৯৭৫ আর্কেডিয়া সেফার্ডস ? (?)
১৯৭৫-১৯?? ওসেসট্রি টাউন ? (?)
১৯??-১৯?? কলউইন বে ? (?)
মোট ৩২১ (৪২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

ক্যারিয়ার সম্পাদনা

মইয়ার ১৯৬০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাট বাজবিতে তার কর্মজীবন শুরু করেন। ওল্ড ট্রাফডে চার বছর থাকাকালীন সময়ে, তিনি ৪৫ টি লীগ ম্যাচ খেলেন এবং পাঁচটি গোল করেন।

তথ্যসূত্র সম্পাদনা