ইযহারুল হক (আরবি: إظهار الحق, বাংলাঃ সত্য উন্মোচন) হল রহমাতুল্লাহ কিরানবীর লেখা একটি বই। এটি আরবী ভাষায় ১৮৬৪ সালে ছয় খণ্ডে লেখা হয়েছিল। পরে এটি অনুদিত হয়েছে ইংরেজি[১], তুর্কি[২], উর্দু এবং বাংলা[৩] ভাষায়। এটি সমসাময়িক খ্রিস্টান ধর্মপ্রচারক কার্ল গট্টলিয়েব ফেন্ডার কর্তৃক আরবি ভাষায় রচিত মিজানুল হক (সত্যের ভারসাম্য) নামক ইসলাম বিরোধী বইয়ের জবাব হিসেবে রচিত হয়েছিল।

ইযহারুল হক
লেখকরহমতুল্লাহ কিরানভি
ভাষাআরবি

উৎসসমূহ সম্পাদনা

কিরানবী পশ্চিমা বাইবেলীয় সমালোচনা এবং ধর্মতত্ত্বীয় উৎসগুলো ব্যবহার করেছেন। তার বইয়ে সাধারণত নিচের ব্যক্তিদের কাজসমূহ থেকে উদ্ধৃতি রয়েছে।[৪]

বিষয়বস্তু সম্পাদনা

এই বইটি যেসব বিষয়ের উল্লেখ রয়েছে-

  • পুরাতন ও নতুন নিয়মের গ্রন্থগুলির পরিচয়
  • বাইবেল বিষয়ে মুসলিমদের বিশ্বাস
  • বাইবেলের অপ্রামাণ্যতা, বৈপরীত্য ও বিকৃতি পর্যালোচনা
  • বাইবেলে রহিত বিধান
  • ত্রিত্ববাদ পর্যালোচনা
  • যীশুর ইশ্বরত্ব
  • কুরআন ও বাইবেলের তুলনা
  • কুরআন ও হাদীস বিষয়ে পাদরীগণের আপত্তি
  • হাদীস সংকলন পর্যালোচনা
  • মুহাম্মাদ-এর নবুয়ত
  • পূর্ববর্তী নবীদের ভবিষ্যদ্বাণী

আরও পড়ুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://web.archive.org/web/20110713062151/http://www.islam4all.com/newpage71.htm
  2. Haber7.com
  3. আল্লামা রাহমাতুল্লাহ্ ইবনে খলীলুর রহমান কীরনবী। ইযহারুল হক (সত্যের বিজয়)। ড. খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কর্তৃক অনূদিত। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশআইএসবিএন 9840611909 
  4. বইয়ের ভূমিকা (আরবী ভাষায়)

বহিঃসংযোগ সম্পাদনা