ইভা একব্লাড ১০ জুলাই ১৭২৪ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি কৃষিবিদ-বৈজ্ঞানিক হিসেবে খ্যাত ছিলেন। তার উল্লেখযোগ্য আবিষ্কার হল আলু থেকে ময়দাইথানল তৈরি। তার এই উদ্ভাবন, ১৮ শতাব্দীর সুইডেনের দুর্ভিক্ষ থেকে পরিত্রানের জন্য কার্যকরি ভূমিকা রাখে। তিনি রয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স-এ সদস্যপদ প্রাপ্ত প্রথম মহিলা। ১৫ মে ১৭৮৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।

ইভা একব্লাড
ইভা একব্লাড
জন্ম১০ জুলাইন ১৭২৪
মৃত্যু১৫ মে ১৭৮৬(1786-05-15) (বয়স ৬১)
স্কারাবর্গ, সুইডেন
নাগরিকত্বসুইডিশ
পরিচিতির কারণআলু থেকে ময়দা ও ইথানল তৈরি (১৭৪৬)
সন্তান
পুরস্কাররয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স এর সদস্যপদ
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকৃষিবিদ্যা
টীকা
রয়েল সুইডিস একাডেমি অফ সাইন্স-এ প্রথম মহিলা: পুর্ণ সদস্যপদ ১৭৪৮-৫১, অনারারী সদস্য ১৭৫১-৮৬