ইভা আবু হালাওয়েহ (আরবি: إيفا أبو حلاوة জন্ম ১৯৭৫) হলেন জর্দানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি দেশটিতে মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি ২০১১ সালে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হন।[১]

ইভা আবু হালাওয়েহ
إيفا أبو حلاوة
জন্ম১৯৭৫
জাতীয়তাজর্দানি
পেশাআইনজীবী

জীবনী সম্পাদনা

তিনি মিজান ল গ্রুপ ফর হিউম্যান রাইটসের সহপ্রতিষ্ঠাতা।[২] স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি কূটনীতি বিদ্যার উপর স্নাতকোত্তর করেন।

আগে তিনি প্রাইভেট প্র‍্যাকটিস করতেন । তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার কর্তৃক লিগাল অ্যাডভাইজর হিসেবে নিযুক্ত হয়েছিলেন।[৩] তিনি দেশটিতে অনার কিলিং এর বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। কাজ করে যাচ্ছেন প্রতিকূল পরিস্থিতিতে নারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে। এছাড়াও, দেশটির কারাগার ও পুলিশ স্টেশনে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করে চলেছেন তিনি।

পুরস্কার সম্পাদনা

২০১১ সালে তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Secretary Clinton To Host the 2011 International Women of Courage Awards"। ২০১১-০৬-৩০। ২০১১-০৬-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৩-০৯ 
  2. United Nations High Commissioner for Refugees। "UNHCR - Document Not Found"UNHCR 
  3. "Archived copy" (পিডিএফ)। ২০১২-০৪-২৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-০৫