ইবনে মিজান

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

ইবনে মিজান (৭ অক্টোবর ১৯৩০ – ২৮ মার্চ ২০১৭) একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি অনেক চলচ্চিত্র পরিচালনা করেছেন। তিনি লোককাহিনি নির্ভর চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত ছিলেন।[১][২][৩] তিনি মকবুলা মনজুরের ভাই।[৪]

ইবনে মিজান
জন্ম(১৯৩০-১০-০৭)৭ অক্টোবর ১৯৩০
মৃত্যু২৮ মার্চ ২০১৭(2017-03-28) (বয়স ৮৬)
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র পরিচালক
আত্মীয়মকবুলা মনজুর (বোন)

জীবনী সম্পাদনা

ইবনে মিজান ১৯৩০ সালের ৭ অক্টোবর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।[৫] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন।[১]

ইবনে মিজান পরিচালিত প্রথম চলচ্চিত্রের নাম ছিল অউর গাম নেহি[২] উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্রটি কখনো মুক্তি পায় নি।[৬] এরপর, তিনি আবার বনবাসে রূপবান নির্মাণ করেন। চলচ্চিত্রটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৭] এছাড়া, তিনি নিশান, চন্দন দ্বীপের রাজকন্যা, বাহাদুর, কত যে মিনতি, রাখাল বন্ধু, জিঘাংসালাইলী মজনু র মত চলচ্চিত্র পরিচালনা করেছেন। এই চলচ্চিত্রগুলোও বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষণের জন্য নির্বাচিত হয়েছে।[৮][৯][১০][১১][১২][১৩][১৪] তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র সাগরকন্যা[২] ১৯৯০ সালে তিনি যুক্তরাষ্ট্র গমন করেন ও ক্যালিফোর্নিয়ার করোনায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন।[৩]

ইবনে মিজান ২০১৭ সালের ২৮ মার্চ ক্যালিফোর্নিয়ার করোনায় ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[১৫][১৬][১৭]

নির্বাচিত চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  1. অউর গাম নেহি
  2. একালের রূপকথা (১৯৬৫)
  3. আবার বনবাসে রূপবান(১৯৬৬)
  4. জরিনা সুন্দরী(")
  5. জংলী মেয়ে(১৯৬৭)
  6. রাখাল বন্ধু (১৯৬৮)
  7. শহীদ তিতুমীর (")
  8. পাতালপুরীর রাজকন্যা(১৯৬৯)
  9. নাগিনীর প্রেম(")
  10. আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী (১৯৭০)
  11. কত যে মিনতি(")
  12. কমল রানীর দিঘী (১৯৭২)
  13. ডাকু মনসুর (১৯৭৪)
  14. জিঘাংসা (")
  15. দুই রাজকুমার (১৯৭৫)
  16. এক মুঠো ভাত(১৯৭৬)
  17. বাহাদুর(")
  18. নিশান(১৯৭৭)
  19. শাহজাদা(১৯৭৮)
  20. নাগ নাগিনী (১৯৭৯)
  21. তাজ ও তলোয়ার(১৯৮০)
  22. বাগদাদের চোর(")
  23. জংলী রানী(")
  24. রাজনর্তকী (১৯৮১)
  25. লাইলী মজনু(১৯৮৩)
  26. পুনর্মিলন (১৯৮৪)
  27. চন্দন দ্বীপের রাজকন্যা(")
  28. রাজকুমারী(")
  29. পাতাল বিজয়(১৯৮৫)
  30. সতী নাগকন্যা(")
  31. রঙীন রাখাল বন্ধু (১৯৮৬)
  32. রাজবধূ(")
  33. বসন্ত মালতী(১৯৮৭)
  34. রঙিন জরিনা সুন্দরী(")
  35. বাহাদুর নওজোয়ান(")
  36. নাগজ্যোতি(১৯৮৮)
  37. জলপরী(১৯৮৯)
  38. সাপুড়ে মেয়ে(")
  39. আলাল দুলাল") ও
  40. সাগর কন্যা(")



  • কমলারানীর দিঘী[১]
  • জরিনা সুন্দরী[১৬]
  • পাতালপুরীর রাজকন্যা[১]
  • শহীদ তিতুমীর[১৬]
  • নাগ নাগিনীর প্রেম[১]
  • কত যে মিনতি[২]
  • ডাকু মনসুর[১৬]
  • জিঘাংসা[১]
  • দুই রাজকুমার[২]
  • শাহজাদা[১৬]
  • তাজ ও তলোয়ার[১]
  • এক মুঠো ভাত[২]
  • নিশান[১৬]
  • পাতাল বিজয়[১]
  • লাইলী মজনু[২]
  • পুনর্মিলন[১৬]
  • রাজবধূ[১]
  • বাগদাদের চোর[২]
  • রাজকুমারী[১৬]
  • রাজনর্তকী[১]
  • বসন্তমালতী[২]
  • বাহাদুর[১৬]
  • নওজোয়ান[১]
  • চন্দন দ্বীপের রাজকন্যা[১৮]
  • সাগর কন্যা[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিনেমার ইবনে মিজান"জনকণ্ঠ। ৬ আগস্ট ২০১৫। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. "চলচ্চিত্র পরিচালক ইবনে মিজানের প্রয়াণ"ভোরের কাগজ। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  3. "আমি আর ইবনে মিজান মানেই হাউসফুল"কালের কণ্ঠ। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  4. "প্রখ্যাত ব্যক্তিত্ব"www.sirajganj.gov.bd। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  5. "একই দিনে দুই দুঃসংবাদে বেদনার্ত চলচ্চিত্রাঙ্গন!"ইত্তেফাক। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  6. "চলে গেলেন চিত্র পরিচালক ইবনে মিজান"প্রথম আলো। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "আবার বন বাসে রূপবান"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  8. "নিশান"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  9. "চন্দন দ্বীপের রাজকন্যা"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  10. "বাহাদুর"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  11. "কত যে মিনতি"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  12. "রাখাল বন্ধু"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  13. "জিঘাংসা"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  14. "লাইলী মজনু"বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  15. "চিত্র পরিচালক ইবনে মিজান মারা গেছেন"আরটিভি। ২৯ মার্চ ২০১৭। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  16. "না ফেরার দেশে ইবনে মিজান"বাংলাদেশ প্রতিদিন। ২৯ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  17. "চলে গেলেন ইবনে মিজান"সমকাল। ২৯ মার্চ ২০১৭। ২ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  18. "চলচ্চিত্র নির্মাতা ইবনে মিজান আর নেই"চ্যানেল আই। ২৮ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা