বাখারুদ্দিন ইউসুফ হাবিবি, এফআরইং (pronunciation; ( ২৫ জুন, ১৯৩৬ – ১১ সেপ্টেম্বর, ২০১৯) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পারেপারে এলাকায় জন্মগ্রহণকারী ইন্দোনেশিয়ার প্রকৌশলী ও বিশিষ্ট রাজনীতিবিদ।[১] সাবেক রাষ্ট্রপতির সুহার্তোর পরিবর্তে ১৯৯৮ থেকে ১৯৯৯ মেয়াদে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সুহার্তো যুগের অবসানের পর তার আমলে ইন্দোনেশিয়ার গণমাধ্যমে স্বাধীনতা আসে, রাজনৈতিক দলের জন্য আইন প্রণীত হয়। ১৯৯৯ সালে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলশ্রুতিতে তার রাষ্ট্রপতিত্ব শেষ হয়ে যায়। তার আমল দেশ স্বাধীনতার পর সর্বাপেক্ষা স্বলকালীন ছিল।

বাখারুদ্দিন ইউসুফ হাবিবি
ইন্দোনেশিয়ার ৩য় রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
২১ মে, ১৯৯৮ – ২০ অক্টোবর, ১৯৯৯
উপরাষ্ট্রপতিনেই
পূর্বসূরীসুহার্তো
উত্তরসূরীআবদুর রহমান ওয়াহিদ
ইন্দোনেশিয়ার ৭ম উপ-রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
১০ মার্চ, ১৯৯৮ – ২১ মে, ১৯৯৮
রাষ্ট্রপতিসুহার্তো
পূর্বসূরীট্রাই সুতৃষ্ণ
উত্তরসূরীমেঘবতী সুকর্ণপুত্রী
৪র্থ ইন্দোনেশিয়ার গবেষণা ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী
কাজের মেয়াদ
২৯ মার্চ, ১৯৭৮ – ১৬ মার্চ, ১৯৯৮
পূর্বসূরীসৌমিত্র জোজোহাদিকোসোমো
উত্তরসূরীরাহার্দি রামেলান
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-০৬-২৫)২৫ জুন ১৯৩৬
পারেপারে, দক্ষিণ সুলাওয়েসি, ডাচ ইস্ট ইন্ডিজ
মৃত্যু১১ সেপ্টেম্বর ২০১৯(2019-09-11) (বয়স ৮৩)
জাকার্তা, ইন্দোনেশিয়া
রাজনৈতিক দলগোলকার
দাম্পত্য সঙ্গীহাসরি আইনুন বেসারি, (বি. ১৯৬২-২০১০, মৃত্যু)
সন্তানইলহাম আকবর হাবিবি (জ. ১৯৬৩)
তারেক কামাল হাবিবি (জ. ১৯৬৭)
প্রাক্তন শিক্ষার্থীবান্দুং টেকনোলজি ইনস্টিটিউট (যান্ত্রিক প্রকৌশলী ১৯৫৪)
আরডব্লিউটিএইচ (বি.ই. ১৯৫৫)
আরডব্লিউটিএইচ (ইং. ১৯৬২)
পেশাপ্রকৌশলী, রাজনীতিবিদ
ধর্মসুন্নি
স্বাক্ষর

প্রারম্ভিক জীবন সম্পাদনা

আলউই আব্দুল জলিল হাবিবি ও আর. এ. তুতি মারিনি পুষ্পয়ারদোজো দম্পতির সন্তান তিনি। ১৪ বছর বয়সে তার পিতার দেহাবসান ঘটে। বোগরে অধ্যয়নকালীন তার পরিবারের স্বাক্ষাৎ ঘটেছিল। বাবা কৃষিবিদ ও মা বিশিষ্ট জাভানীয় মহিলা ছিলেন।

নেদারল্যান্ডের ডেফট বিশ্ববিদ্যালয়ে বিমান ও বিমান পরিচালনবিদ্যায় অধ্যয়নকালীন নেদারল্যান্ড-ইন্দোনেশিয়ার মধ্যকার পশ্চিম নিউ গিনির বিষয়ে মতবিরোধের প্রেক্ষিতে পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এরপর তিনি জার্মানির আচেনে পড়াশোনা করেন।[২] ১৯৬০ সালে প্রকৌশল বিষয়ে ‘ডিপ্লম-ইঞ্জেনিয়ার’ ডিগ্রী লাভ করেন। এরপর হান্স এবনারের অধীনে গবেষণা সহকারী হিসেবে ডক্টরাল ডিগ্রী পান।[৩] ১৯৬২ সালে অসুস্থতার কারণে দেশে ফিরে আসেন। ১৯৯০ সালে রয়্যাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং কর্তৃক ফেলো মনোনীত হন।[১]

রাজনৈতিক জীবন সম্পাদনা

এতে গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হাবিবি’র স্বাক্ষাৎকার নেয়া হয় যাতে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব না নেয়ার কথা বলেন। সুহার্তোর আমলে জ্যেষ্ঠ সরকারি নির্বাহী হিসেবে গোলকার সংস্থার সদস্য হন। ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত প্রতিদিন তিনি নির্বাহী সভার সভাপতির দায়িত্ব পালন করতেন। ১৯৯৪ সালে এবিসি নিউজের এক প্রতিবেদনে সুহার্তো ১৯৯৮ সালে তাঁর অবসরের কথা ঘোষণা করেন।

জানুয়ারি, ১৯৯৮ সালে সপ্তম মেয়াদে রাষ্ট্রপতিপ্রার্থী হিসেবে উপ-রাষ্ট্রপতির মনোনয়নে শর্তাবলীর কথা ঘোষণা করেন। হাবিবি’র নাম উল্লেখ না করলেও বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিকে এ পদের উপযুক্ত মনে করতেন।[৪] ঐ বছর এশিয়ায় অর্থনৈতিক সঙ্কট দেখা দিলে রুপিয়ার পতন ঘটে। এছাড়াও, সাবেক মন্ত্রী এমিল সালিমের উপ-রাষ্ট্রপতি পদে আগ্রহ স্বত্ত্বেও মার্চ, ১৯৯৮ সালে তিনি উপ-রাষ্ট্রপতির দায়িত্ব পান।

আপদকালীন সময়ে দায়িত্ব পাবার পর হাবিবিকে পূর্ণাঙ্গ সময়ের জন্য রাষ্ট্রপতির আসনে থাকতে জুন, ১৯৯৮ সালে সংসদীয় নির্বাচন ঘোষণা করেন।[৫] ক্ষমতাসীন গোলকার দলের কাছ থেকেই তিনি বিরোধিতা পাচ্ছিলেন। মার্চ, ১৯৯৯ সালে গোলকার থেকে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র পায়।[৬] মে, ১৯৯৯ সালে তানজুংয়ের দিকেই ঝুঁকে পড়ে।

অবসর সম্পাদনা

সামরিক সহযোগিতা নিয়ে জেনারেল উইরান্তোকে উপ-রাষ্ট্রপতির দায়িত্ব দেয়ার আগ্রহ দেখালেও উইরান্তো তা প্রত্যাখ্যান করেন।[৭] ৩৫৫-৩২২ ভোটে তাঁর সমর্থন ব্যক্ত করার ভাষণ প্রত্যাখ্যাত হয়। ফলে হাবিবি তাঁর প্রার্থীতা প্রত্যাহার করেন। এরপর থেকে ইন্দোনেশিয়ার পরিবর্তে জার্মানিতেই তিনি অধিক সময় ব্যয় করছেন। সুসিলো বামবাং ইয়ুধনো’র আমলে তিনি কিছুটা সক্রিয় ছিলেন।

ব্যক্তিগত জীবন সম্পাদনা

জার্মানিতে অধ্যয়নকালীন সময়ে দেশে ফিরে আসার অল্প কিছুদিন পর ১২ মে, ১৯৬২ তারিখে আর. মোহাম্মদ বশরী’র কন্যা ও ডাক্তার হাসরি আইনুনের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন।[৮] শৈশবকাল থেকেই একে-অপরকে চিনতেন। এ দম্পতি অবাফস্টবাখে অবস্থানের পূর্বে স্বল্পকালের জন্য আচেনে বসবাস করেন। মে, ১৯৬৩ সলে এ দম্পতির ইলহাম আকবর হাবিবি নামে এক সন্তান জন্মগ্রহণ করে। এরপর তারেক কামাল হাবিবি নামে আরও সন্তান জন্ম নেয়। হাসরি ২২ মে, ২০১০ তারিখে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর পর ‘হাবিবি এন্ড আইনুন’ শিরোনামে গ্রন্থ প্রকাশ করেন। একই নামে ২০ ডিসেম্বর, ২০১২ তারিখে একটি চলচ্চিত্র মুক্তিলাভ করে।[৯]

মৃত্যু সম্পাদনা

তিনি ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।[১০][১১][১২][১৩][১৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "List of Fellows"। ৮ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৫ 
  2. http://delta.tudelft.nl/artikel/habibie-nauwe-band-met-delft/7014
  3. Habibie 2010, পৃ. 4
  4. "Delapan Calon Wapres Itu: Di Antara Pujian dan Kritik"। Tempo। ৭ ফেব্রুয়ারি ১৯৯৮। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০০৬ 
  5. O'Rourke 2002, পৃ. 145
  6. O'Rourke 2002, পৃ. 228
  7. O'Rourke 2002, পৃ. 312
  8. Habibie 2010, পৃ. 1
  9. "Former President Habibie's Love Story to Hit the Big Screen | The Jakarta Globe"। ১৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৫ 
  10. Alaidrus, Fadiyah (১১ সেপ্টেম্বর ২০১৯)। "B.J. Habibie Meninggal Dunia, 11 September Petang Ini" (ইন্দোনেশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  11. Komara, Indra (১১ সেপ্টেম্বর ২০১৯)। "BJ Habibie Meninggal Dunia"Detik.com (ইন্দোনেশীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  12. "Former Indonesian President Habibie Dies at Age 83"The New York Times (ইংরেজি ভাষায়)। The Associated Press। ২০১৯-০৯-১১। আইএসএসএন 0362-4331। ২০১৯-০৯-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১ 
  13. hermesauto (২০১৯-০৯-১১)। "Former Indonesian president Habibie, who described Singapore as a 'little red dot', dies aged 83"The Straits Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১১ 
  14. Reuters (১১ সেপ্টেম্বর ২০১৯)। "Indonesia's Habibie, president during transition to democracy, dies"New Straits Times। Media Prima Group। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

আরও পড়ুন সম্পাদনা

Habibie, Bacharuddin Jusuf (December 2010). Habibie & Ainun (Cet. 2. ed.). Jakarta: THC Mandiri. আইএসবিএন ৯৭৮-৯৭৯-১২৫৫-১৩-৪.

বহিঃসংযোগ সম্পাদনা

রাজনৈতিক দপ্তর
পূর্বসূরী
সুহার্তো
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি
১৯৯৮-১৯৯৯
উত্তরসূরী
আবদুর রহমান ওয়াহিদ
পূর্বসূরী
ট্রাই সুতৃষ্ণ
ইন্দোনেশিয়ার উপ-রাষ্ট্রপতি
১৯৯৮
শূন্য
Title next held by
মেঘবতী সুকর্ণপুত্রী
পূর্বসূরী
সৌমিত্র জোজোহাদিকোসোমো
ইন্দোনেশিয়ার গবেষণা ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী
১৯৭৮-১৯৯৮
উত্তরসূরী
রাহার্দি রামেলান
সরকারি দফতর
নতুন পদবী অ্যাসেসমেন্ট এন্ড এপ্লিকেশন অব টেকনোলজি এজেন্সি প্রধান
১৯৭৪-১৯৯৮
উত্তরসূরী
রাহার্দি রামেলান