দ্যা ইউবি পোস্ট হলো মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর হতে প্রকাশিত একটি ইংরেজি ভাষার ত্রৈ-সপ্তাহিক পত্রিকা। এই পত্রিকাটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। এই পত্রিকাটি বর্তমানে (ইংরেজি ভাষায়) এর ছাপানো সংস্করণে[১] এবং (ইংরেজি ভাষায়, ইটালিয়ান ভাষায় এবং স্প্যানিশ ভাষায়) এর অনলাইন সংস্করণে - এই উভয় পদ্ধতিতেই প্রকাশিত হয়।

দ্য ইউবি পোস্ট
ধরনত্রৈ-সপ্তাহিক সংবাদপত্র
মালিকমঙ্গোল নিউজ মিডিয়া গ্রুপ
প্রতিষ্ঠাকাল১৯৯৬; ২৮ বছর আগে (1996)
ভাষাছাপানোঃ ইংরেজি
অন-লাইনঃ ইংরেজি, ইটালিয়ান, স্প্যানিশ

নামকরণ সম্পাদনা

যেকোন মঙ্গোলিয়ান পত্রিকার ক্ষেত্রে ইউবি শব্দটি দ্বারা উলানবাটর শব্দের সংক্ষিপ্তরূপকে নির্দেশ করা হয়; অর্থ্যাৎ, “দ্যা ইউবি পোস্ট” দ্বারা বুঝানো হয় “দ্যা উলানবাটর পোস্ট” নামক পত্রিকাটিকে যেটি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর হতে প্রকাশিত।[১]

মালিকানা ও ব্যবস্থাপনা সম্পাদনা

এই পত্রিকাটির মালিকানা ও পরিচালনায় রয়েছে মঙ্গোলিয়ার অন্যতম প্রধান গণমাধ্যম সংস্থা “মঙ্গোল নিউজ মিডিয়া গ্রুপ”।[২] মঙ্গোল নিউজ মিডিয়া গ্রুপের সাবেক সভাপতি স্রেনডোর্জ বাল্ডোর্জ (Tserendorj Baldorj) এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা।[৩] এছাড়াও এই পত্রিকাটির প্রকাশনার সাথে বর্তমানে আরো যুক্ত আছেন প্রকাশক ও সিইও হিসাবে বি. নান্দিনতুসিং (B. Nandintushig) এবং প্রধান সম্পাদক হিসাবে জি. উলজিসাইখান (G. Ulziisaikhan)।[৩]

লক্ষ্য ও উদ্দেশ্য সম্পাদনা

মঙ্গোল নিউজ গ্রুপের অংশীদার হিসাবে ইউবি পোস্ট সংস্থাটি পরিচালিত আরো অন্যান্য প্রকাশনার ন্যায়ই মঙ্গোলিয়া এবং সেখানকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের বিশদ বিবরণ সম্পর্কিত তথ্য ও সংবাদ প্রকাশ করে থাকে।[৩]

প্রকৃতি ও ধরন সম্পাদনা

ইউবি পোস্ট মঙ্গোলিয়ার সর্বাধিক প্রচারিত ইংরেজি ভাষার পত্রিকা হিসাবে পরিচিত যাততে সকল ধরনের সংবাদ প্রচার ও প্রকাশ হওয়ায় সেটি সাধারণ বিষয়াবলী পত্রিকার শ্রেণিভূক্ত বলে গণ্য হয়ে থাকে।[১] এছাড়াও, এটি মঙ্গোলিয়া হতে প্রকাশিত দুটি ইংরেজি ভাষার সংবাদপত্রের একটি এবং সরকারি নিয়ন্ত্রণাধীন ব্যতীত পরিচালিত স্বাধীনভাবে প্রকাশিত একমাত্র ইংরেজি ভাষার সংবাদপত্র।[২]

অবয়ব সম্পাদনা

এই পত্রিকাটি একটি সাধারণ বিষয়াবলী সংক্রান্ত সংবাদপত্র যাতে মঙ্গোলিয়া এবং সেখানকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনীতি সম্পর্কিত সংবাদ প্রকাশ করা হয়।[৩] এই সংবাদপত্রে আরো যে সকল ক্ষেত্র সম্পর্কিত সংবাদ প্রকাশ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে খেলাধুলা, চাকরি, বিনোদন, মতামত এবং ব্যবসায়। এই পত্রিকাটির বিশেষ সংখ্যাগুলোতে মঙ্গোলিয়ার সামাজিক ও অর্থনৈতিক বিষয়াদী সম্পর্কিত বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা থাকে যাতে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও মঙ্গোলিয়ার সাধারণ নাগরিকদের চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটায় সমকালীন মঙ্গোলিয়ান সমাজ সম্পর্কে পাঠক একটি পরিষ্কার ধারণা লাভ করতে সক্ষম হয়।[৩] এছাড়াও এখানে আন্তর্জাতিক ক্ষেত্রে মঙ্গোলিয়ার সাথে সম্পর্কিত বিভিন্ন সংবাদ এবং মঙ্গোলিয়ার বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতির বিভিন্ন দিক ও এর কালানুগ পরিবর্তন ও মঙ্গোলিয়ার ভবিষ্যৎ বিনির্মাণে জড়িত বিষয়াবলী নিয়েও সংবাদ ও বিশ্লেষণ প্রকাশিত হয়ে থাকে।[৩]

অনলাইন প্রকাশনার ক্ষেত্রে এতে মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিষয়ক আলোচনা ও সংবাদ এবং বহিঃবিশ্বের সাথে মঙ্গোলিয়ার সম্পর্ক এবং এই সংক্রান্ত খবরের পাশাপানি খেলাধুলা ও বিনোদন সংক্রান্ত খবরকেও প্রাধান্য দেয়া হয়।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mongolia Newspapers and News Media Guide"। ABYZ Web Links Inc। 2000। সংগ্রহের তারিখ ০৩ নভেম্বর ২০১৭  line feed character in |শিরোনাম= at position 9 (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Mongolian Newspapers and News Sites"। World-Newspapers.com। 2002। সংগ্রহের তারিখ ০৩ নভেম্বর ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "About Us"। theubpost.mn। 2016। সংগ্রহের তারিখ ০৩ নভেম্বর ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা