আ ক্লকওয়ার্ক অরেঞ্জ (উপন্যাস)

আ ক্লকওয়ার্ক অরেঞ্জ (ইংরেজি ভাষায়: A Clockwork Orange) অ্যান্থনি বার্জেস রচিত উপন্যাস যা ১৯৬২ সালে প্রকাশিত হয়। ১৯৭১ সালে এই উপন্যাসের উপর ভিত্তি করে স্ট্যানলি কুবরিক তার বিখ্যাত আ ক্লকওয়ার্ক অরেঞ্জ ছবিটি নির্মাণ করেন। টাইম সাময়িকী এই উপন্যাসকে ১৯২৩ থেকে ২০০৫ সালের মধ্যে প্রকাশিত সেরা ১০০ ইংরেজি উপন্যাসের তালিকায় সংযুক্ত করেছে।[১][২]

আ ক্লকওয়ার্ক অরেঞ্জ
বইয়ের প্রচ্ছদ
প্রথম সংস্করণের প্রচ্ছদ
লেখকঅ্যান্থনি বার্জেস
মূল শিরোনামA Clockwork Orange
প্রচ্ছদ শিল্পীব্যারি ট্রেনগোভ
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
ধরন
প্রকাশিত১৯৬২ (উইলিয়াম হেইনম্যান, যুক্তরাজ্য)
মিডিয়া ধরনছাপা (শক্তমলাট, পেপারব্যাক) ও অডিও বই (ক্যাসেট, সিডি)
পৃষ্ঠাসংখ্যা১৯২ পাতা (শক্তমলাট সংস্করণ)
176 pages (পেপারব্যাক সংস্করণ)
আইএসবিএন৯৭৮-০-৪৩৪-০৯৮০০-২
ওসিএলসি৪২০৫৮৩৬

এই বইয়ে মোট তিনটি খণ্ড আছে। প্রতিটি খণ্ডে সাতটি করে অধ্যায় আছে। এই ২১টি অধ্যায় দ্বারা বার্জেস মানব জীবনের ২১ বছর বয়সকে চিহ্নিত করেছেন। কারণ ২১ বছরকে মানুষের পরিপূর্ণতা অর্জনের ক্ষেত্রে একটি মাইলফলক বিবেচনা করা হয়। কিন্তু ১৯৮৬ সালের আগে সকল মার্কিন সংস্করণে বইয়ের ২১তম অধ্যায়টি বাদ দেয়া হয়েছে। কুবরিক মার্কিন সংস্করণের আলোকেই তার ছবিটি নির্মাণ করেন। এ কারণে ছবিতেও ২১তম অধ্যায়ের কিছু নেই। অ্যান্থনি বার্জেস এই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছিলেন।[৩]

পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Grossman, Lev; Lacayo, Richard (১৬ অক্টোবর ২০০৫)। "All-Time 100 Novels: The Complete List"Time। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২০ 
  2. "100 Best Novels". Modern Library. Retrieved 31 October 2012
  3. "A Clockwork Orange - The book versus the Film"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা