মুহাম্মদ আল-ইদ্রিসি

আরব ভূগোলবিদ
(আল-ইদ্রিসি থেকে পুনর্নির্দেশিত)

আবু আবদুল্লাহ মুহাম্মাদ আল-ইদ্রিসি আল-কুরতুবী আল-হাসানী আস-সাবিত, বা সাধারণভাবে আল-ইদ্রিসি (/ælɪˈdrs/; আরবি: أبو عبد الله محمد الإدريسي القرطبي الحسني السبتي; লাতিন: Dreses; ১১০০ - ১১৬৫), ছিলেন একজন আরব[১][২] মুসলিম ভূগোলবিদ, মানচিত্রাঙ্কনকার এবং মিশরতত্ত্ববিদ যিনি কিছু সময়ের জন্য রাজা ২য় রজারের শাসনামলে সিসিলির পালের্মোতে বসবাস করেছিলেন।[৩] মুহম্মাদ আল-ইদ্রিসি সেউতাতে জন্মগ্রহণ করেন তখন তা আলমোরাভিডদের অন্তর্গত ছিলেন। তিনি তাবুলা রোজেরিয়ানা তৈরি করেছেন, মধ্যযুগীয় বিশ্বের অন্যতম উন্নত মানচিত্র।[৪] তিনি ১১৫৪ সালে সর্বপ্রথম বিশ্বের মানচিত্র তৈরি করেছিলেন।[৫]

আল-ইদ্রিসি
সেউতায় আল-ইদ্রিসির মূর্তি
জন্মআনু. ১১১০
সেউতা, আলমোরাভিদ রাজবংশ
(বর্তমানে স্পেন)
মৃত্যু১১৬৫ (বয়স ৬৪–৬৫)
সেউতা, আলমোহাদ খিলাফত
(বর্তমানে স্পেন)
পরিচিতির কারণতাবুলা রজারিয়ানা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রভূগোলবিদ, লেখক, বিজ্ঞানী, মানচিত্রাঙ্কনবিদ্যা

বিশ্ববিখ্যাত আবিষ্কারক Christopher colombas এবং Vasco da-gama যে মানচিত্র নিয়ে বিশ্ব আবিষ্কারে বেরিয়েছিলেন সেই মানচিত্রটিও আল-ইদ্রিসি এর আঁকা।

তাঁর আরেকটি অন্যতম বৈশিষ্ট ছিলো যে তিনি যত মানচিত্র আঁকতেন সবগুলো মানচিত্র ছিলো উল্টো অর্থ্যাৎ উপরের দিক দক্ষিণ আর নীচের দিক ছিল উত্তর।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  2. "Muhammad al-Idrisi | Geographer, Maps, & Biography | Britannica"www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 
  3. Ducène, Jean-Charles (২০১৮-০৩-০১)। "al-Idrīsī, Abū ʿAbdallāh"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 
  4. Heiss, Johann; Hovden, Eirik; Gruber, Elisabeth (২০১৬)। Hovden, Eirik; Lutter, Christina; Pohl, Walter, সম্পাদকগণ। Urban Communities in Medieval South Arabia: A Comparative Reflection। Comparative Approaches। Brill। পৃষ্ঠা 148–162। ডিওআই:10.1163/j.ctt1w76w6c.11 
  5. "Al-Idrisi and Representations of the Medieval Muslim World | Encyclopedia.com"www.encyclopedia.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা