আলু চাট (হিন্দি: 'आलू चाट', উর্দু: آلو چاٹ‎‎, বাংলা: 'আলু চাট') হল একটি উত্তর ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু অংশে তৈরি একটি রাস্তার খাবারের পদের নাম। আলুকে তেলে ভেজে মশলা এবং চাটনি সহযোগে এটি প্রস্তুত করা হয়। এটি জলখাবার হিসাবে, সাইড ডিস অথবা হাল্কা ভোজন হিসাবে খাওয়া হয়।[১] এটি চৌকাকৃতির সেদ্ধ এবং ভাজা আলু দিয়ে তৈরি এবং চাট মশলা দিয়ে পরিবেশিত হয়। এই খাবারটির আঞ্চলিক বহুবিধ বৈচিত্রতা রয়েছে।[২] হিন্দিতে "আলু" শব্দের অর্থ আলু ও "চাট" শব্দটি হিন্দি শব্দ চাটনা থেকে এসেছে যার মানে উপভোগ করে আস্বাদন করা।. অতএব আলু চাট মানে একটি মসলাদার আলুর জলখাবার।

আলু চাট
ধরনজলখাবার
উৎপত্তিস্থলভারত, পাকিস্তান
অঞ্চল বা রাজ্যউত্তর ভারত, পাকিস্তান, বাংলাদেশ
প্রধান উপকরণআলু, তেল, মশলা, চাটনি

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. India.। Sydney: Murdoch Books। ২০১০। পৃষ্ঠা 23আইএসবিএন 1741964385 
  2. Dalal, Tarla (২০০৭)। Punjabi khana। Mumbai: Sanjay। পৃষ্ঠা 107। আইএসবিএন 8189491547