আলী আকরাম শুভ

বাংলাদেশী সঙ্গীত পরিচালক

আলী আকরাম শুভ একজন বাংলাদেশী সঙ্গীত পরিচালক, যিনি অহংকার, ও সাথী রে, চন্দ্রগ্রহণ, খোদার পরে মা এর মত জনপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন। তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে ২০০৮ এবং ২০১২ সালে দুইবার বাচসাস পুরস্কার লাভ করেন।

আলী আকরাম শুভ
আলী আকরাম শুভ
ধরনচলচ্চিত্র, লোক, পপ
পেশাসঙ্গীত পরিচালক, সুরকার, রেকর্ড প্রযোজক
বাদ্যযন্ত্রকীবোর্ড, কণ্ঠস্বর, গিটার
কার্যকাল২০০৪–বর্তমান
লেবেলসঙ্গীতা, লেজার ভিশন[১]

কর্মজীবন সম্পাদনা

শুভ ২০০৪ সালে ভাইয়ের শত্রু ভাই চলচ্চিত্রে কাজের মাধ্যমে তার সঙ্গীত কর্মজীবন শুরু করেন। কিন্তু তার সাফল্যের চলচ্চিত্র ছিল চন্দ্রগ্রোহন, যার সুবাদে তিনি নিজেকে বাংলা চলচ্চিত্রে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে, এরপর থেকে তিনি প্রায় ৩০টির উপর চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন। ২০১২ সালে তিনি খোদার পরে মা চলচ্চিত্রের জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। [২] এরপর তিনি অহংকার চলচ্চিত্রে কাজ করেন, যেখানে শাকিব খুব আলোচিত ছিলেন।

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The audio market during Eid"The Daily Star। ২ নভেম্বর ২০০৫। ১৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. "Imran records his first duet with legendary Runa Laila"। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা