আলমগীর কুমকুম

বাংলাদেশী চলচ্চিত্রকার, প্রযোজক, এবং পরিচালক

আলমগীর কুমকুম একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্রকার, প্রযোজক, এবং পরিচালক। [১]

আলমগীর কুমকুম
জন্ম(১৯৪২-০১-২২)২২ জানুয়ারি ১৯৪২
মৃত্যু২৭ ফেব্রুয়ারি ২০১২(2012-02-27) (বয়স ৭০)
এ্যাপোলো হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
সমাধিবনানী কবরস্থান, ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
পেশাপ্রযোজক, পরিচালক
কর্মজীবন১৯৬৮–২০১০
উল্লেখযোগ্য কর্ম
আমার জন্মভূমি, মায়ের দোয়া
সন্তান১ মেয়ে, ১ ছেলে
আত্মীয়ইআর খান (মামা)

কর্মজীবন সম্পাদনা

আলমগীর কুমকুম ১৯৬৮ সালে তার মামা পরিচালক ইআর খানের সহকারী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন। সহকারী পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র চেনা অচেনা। এরপর তিনি রূপবানের রূপকথা এবং মধুবালা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। ১৯৬৯ সালে আলমগীর কুমকুম চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত চলচ্চিত্রসমূহের মধ্যে স্মৃতিটুক থাক, আমার জন্মভূমি, গুন্ডা, মায়ের দোয়া অন্যতম।[২] তিনি চিত্রনায়ক আলমগীরকে নায়ক হিসেবে চলচ্চিত্রে নিয়ে আসেন। আলমগীর কুমকুম নির্মিত সর্বশেষ ছায়াছবি জীবন চাবি[৩]

রাজনৈতিক জীবন সম্পাদনা

আলমগীর কুমকুম ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৪] তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটেরও প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন এ দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি পাকিস্তান আমল থেকে তিনি বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনেও ভূমিকা রাখেন।

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

তিনি দীর্ঘ দিন ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগে ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। রামপুরা ওয়াপদা রোড জামে মসজিদে প্রথম নামাজে জানাজা, বাংলাদেশ টেলিভিশনে দ্বিতীয় নামাজে জানাজা, এফডিসিতে তৃতীয় নামাজে জানাজা এবং সর্বশেষ আওয়ামী লীগের গুলশানস্থ পার্টি অফিসে চতুর্থ নামাজে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম আর নেই"দৈনিক যায় যায় দিন। ঢাকা, বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম আর নেই"দৈনিক আমাদের সময়। ঢাকা, বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম আর নেই"দৈনিক সমকাল। ঢাকা, বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "চলে গেলেন আলমগীর কুমকুম"দৈনিক কালের কণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 
  5. "চলচ্চিত্র-পরিচালক আলমগীর কুমকুম আর নেই"দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি ২০১২। ২০১৮-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা