আলবেনিয়া জাতীয় ফুটবল দল

আন্তর্জাতিক ফুটবলে আলবেনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল

আলবেনিয়া জাতীয় ফুটবল দল (আলবেনীয়: Kombëtarja e futbollit të Shqipërisë, ইংরেজি: Albania national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে আলবেনিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম আলবেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৩২ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৬ সালের ৭ই অক্টোবর তারিখে, আলবেনিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে আলবেনিয়া যুগোস্লাভিয়ার কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

আলবেনিয়া
ডাকনামকুক এ জিনিতে (লাল-কালো)
শকিপোনিয়াত (ঈগল)
অ্যাসোসিয়েশনআলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচএদোয়ার্দো রেজা
অধিনায়কএলসেইদ হিসায়
সর্বাধিক ম্যাচলরিক ৎসানা (৯৩)
শীর্ষ গোলদাতাএরিয়ন বোগদানি (১৮)
মাঠকোম্বাতারে এরিনা
ফিফা কোডALB
ওয়েবসাইটfshf.org/sq/
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
তৃতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৬২ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[১]
সর্বোচ্চ২২ (আগস্ট ২০১৫[২])
সর্বনিম্ন১২৪ (আগস্ট ১৯৯৭[৩])
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৫৪ বৃদ্ধি ১৬ (১২ জানুয়ারি ২০২৪)[৪]
সর্বোচ্চ৩২ (১৯৪৬)
সর্বনিম্ন১১৮ (ডিসেম্বর ১৯৯৪)
প্রথম আন্তর্জাতিক খেলা
 আলবেনিয়া ২–৩ যুগোস্লাভিয়া 
(তিরানা, আলবেনিয়া; ৭ অক্টোবর ১৯৪৬)
বৃহত্তম জয়
 আলবেনিয়া ৬–১ সাইপ্রাস 
(তিরানা, আলবেনিয়া; ১২ আগস্ট ২০০৯)
 আলবেনিয়া ৫–০ ভিয়েতনাম 
(বাস্তিয়া উম্ব্রা, ইতালি; ১২ ফেব্রুয়ারি ২০০৩)
বৃহত্তম পরাজয়
 হাঙ্গেরি ১২–০ আলবেনিয়া 
(বুদাপেস্ট, হাঙ্গেরি; ২৪ সেপ্টেম্বর ১৯৫০)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্যগ্রুপ পর্ব (২০১৬)

২২,৫০০ ধারণক্ষমতাবিশিষ্ট কোম্বাতারে এরিনাে কুক এ জিনিতে নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন এদোয়ার্দো রেজা এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাপোলির রক্ষণভাগের খেলোয়াড় এলসেইদ হিসায়

আলবেনিয়া এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে আলবেনিয়া এপর্যন্ত কেবলমাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।

লরিক ৎসানা, আলতিন লালা, ক্লোদিয়ান দোরো, এরিয়ন বোগদানি এবং আর্মান্দো সাদিকুর মতো খেলোয়াড়গণ আলবেনিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে আলবেনিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২২তম) অর্জন করে এবং ১৯৯৭ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১২৪তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে আলবেনিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩২তম (যা তারা ১৯৪৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১১৮। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[১]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৬০     প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ১৩৯৯.৬
৬১     ঘানা ১৩৮৪.১৯
৬২     আলবেনিয়া ১৩৮২.৬৯
৬৩     ইরাক ১৩৬৫.৯৮
৬৪     সংযুক্ত আরব আমিরাত ১৩৬৪.৪৬
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৪]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৫২     ফিনল্যান্ড ১৬৪১
৫৩     জর্জিয়া ১৬৩৮
৫৪   ১৬   আলবেনিয়া ১৬৩২
৫৫     মালি ১৬২২
৫৬   ১৩   জ্যামাইকা ১৬১৮

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

ফিফা বিশ্বকাপ সম্পাদনা

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬ উত্তীর্ণ হয়নি ১২
  ১৯৭০ প্রত্যাখ্যান[৫] প্রত্যাখ্যান[৫]
  ১৯৭৪ উত্তীর্ণ হয়নি ১৩
  ১৯৭৮ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
  ১৯৮২ উত্তীর্ণ হয়নি ২২
  ১৯৮৬
  ১৯৯০ ১৫
  ১৯৯৪ ১২ ২৬
  ১৯৯৮ ১০ ২০
    ২০০২ ১৪
  ২০০৬ ১২ ১১ ২০
  ২০১০ ১০ ১৩
  ২০১৪ ১০ ১১
  ২০১৮ ১০ ১০ ১৩
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ০/২৩ ১০৪ ১৮ ১৪ ৭২ ৭২ ১৮৮

অর্জন সম্পাদনা

শিরোপা সম্পাদনা

অন্যান্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. FIFA World Ranking 8.2015 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ মে ২০১৮ তারিখে, 2/11/2018.
  3. FIFA World Ranking 8.1997 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুন ২০১৮ তারিখে, 2/11/2018.
  4. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  5. "History of the FIFA World Cup Preliminary Competition (by year)" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১১ 
  6. "Rothmans Tournament 2000 match reports"Rothmans Tournament 2000 match reports। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা