আলফ্রেদো দি স্তেফানো

স্পেনীয় ফুটবলার
(আলফ্রেদো দি স্তিফানো থেকে পুনর্নির্দেশিত)

আলফ্রেদো দি স্তেফানো (৪ জুলাই ১৯২৬ - ৭ জুলাই ২০১৪; স্পেনীয়: Alfredo Di Stéfano, স্পেনীয় উচ্চারণ: [alˈfɾeðo ði (e)sˈtefano]) একজন প্রাক্তন আর্জেন্টিনীয়-স্পেনীয় ফুটবলার এবং কোচ। তাকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গণ্য করা হয়। তবে আর্জেন্টিনীয় হলেও তার মূল পরিচিতি স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে।

আলফ্রেদো দি স্তেফানো
১৯৫৮ সালে দি স্তেফানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলফ্রেদো স্তেফানো দি স্টেফানো লাউলহে[১]
জন্ম (১৯২৬-০৭-০৪)৪ জুলাই ১৯২৬
জন্ম স্থান বুয়েনস আইরেস, আর্জেন্টিনা
মৃত্যু ৭ জুলাই ২০১৪(2014-07-07) (বয়স ৮৮)
মৃত্যুর স্থান মাদ্রিদ, স্পেন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান ফরোয়ার্ড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৪৫–১৯৪৯ রিভার প্লেত ৬৬ (৪৯)
১৯৪৬হুরাকান (ধার) ২৫ (১০)
১৯৪৯–১৯৫৩ মিলোনারিওস ১০২ (৯০)
১৯৫৩–১৯৬৪ রিয়াল মাদ্রিদ ২৮৪ (২১৬)
১৯৬৪–১৯৬৬ এস্পানিওল ৪৭ (১১)
মোট ৫২৪ (৩৭৬)
জাতীয় দল
১৯৪৭ আর্জেন্টিনা (৬)
১৯৫৭–১৯৬১ স্পেন ৩১ (২৩)
পরিচালিত দল
১৯৬৭–১৯৬৮ এলচে
১৯৬৯–১৯৭০ বোকা জুনিয়র্স
১৯৭০–১৯৭৪ ভালেনসিয়া
১৯৭৪ স্পোর্টিং সিপি
১৯৭৫–১৯৭৬ রায়ো ভ্যালেকানো
১৯৭৬–১৯৭৭ কাস্টেলন
১৯৭৯–১৯৮০ ভালেনসিয়া
১৯৮১–১৯৮২ রিভার প্লেত
১৯৮২–১৯৮৪ রিয়াল মাদ্রিদ
১৯৮৫ বোকা জুনিয়র্স
১৯৮৬–১৯৮৮ ভালেনসিয়া
১৯৯০–১৯৯১ রিয়াল মাদ্রিদ
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 আর্জেন্টিনা-এর প্রতিনিধিত্বকারী
দক্ষিণ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ১৯৪৭ ইকুয়েডর
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

দি স্তেফানো সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতেন। ১৯৪৩ আর্জেন্টিনার রিভার প্লেত ক্লাবে তার খেলোয়াড়ী জীবন শুরু হয়। পরবর্তী এক দশক তিনি আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিভিন্ন ক্লাবে খেলেন। ১৯৫৩ সালে রিয়াল মাদ্রিদে আসার পর ফেরেঙ্ক পুসকাসের সাথে তার ফরোয়ার্ড লাইনে অনবদ্য জুটি গড়ে উঠে, যা ক্লাবটিকে অনেক সাফল্য এনে দেয়। ১৯৬৪ পর্যন্ত রিয়ালের হয়ে তিনি ২৮২টি ম্যাচ খেলে ২১৯টি গোল করেন, যা ক্লাবটির ইতিহাসে তাকে লীগের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করে।[২]

ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হয়েও দুর্ভাগ্যজনকভাবে দি স্তেফানো-র কখনো বিশ্বকাপ ফুটবল খেলা হয়নি। ১৯৫০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে অস্বীকৃতি জানায়, ১৯৫৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা সুযোগ পায়নি, ১৯৫৬ সালে দি স্তেফানো স্পেনের নাগরিকত্ব লাভ করেন এবং স্পেনের হয়ে পরবর্তী বিশ্বকাপের (১৯৫৮) বাছাই পর্বে অংশ নেন, কিন্তু স্পেন মূল পর্বে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।[৩] ১৯৬২ সালের বিশ্বকাপের বাছাই পর্বেও তিনি স্পেনের হয়ে অংশ নেন, এবার স্পেন মূল পর্বে উত্তীর্ণও হয়েছিল, কিন্তু বিশ্বকাপের আগে দি স্তেফানো আঘাত পেয়ে মূল পর্বে খেলতে পারেননি।

প্রাথমিক জীবন সম্পাদনা

 
রিভার প্লেট ক্লাবে প্রথম বছরে খেলার সময় দি স্তেফানো

বুয়েনোস আইরেস নগরীর বারাকাসে জন্মগ্রহণ করেন। পিতার নাম আলফ্রেদো দি স্তেফানো । তার দাদা মাইকেল ১৯ শতকে ইতালির নিকোলোসি থেকে আর্জেন্টিনার অভিবাসী হয়ে আসেন।[৪][৫][৬] ১৯৭৩ সালে তিনি মাত্র ১৭ বছর বয়সে আর্জেন্টিনীয় ক্লাব রিভার প্লেটে খেলা শুরু করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "di Stéfano Profile" (Spanish ভাষায়)। Yahoo! Deportes España। 
  2. "Alfredo Di Stéfano, Soccer Great, Dies at 88"। NY Times। ৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৪ 
  3. "Di Stéfano"European Football। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৪ 
  4. Brian Glanville, Soccer. A history of the game: its players, and its strategy, Crown Publishers 1968, p. 154
  5. "Legends: Alfredo Di Stefano"realmadrid-football.blogspot.it। ৩১ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৩ 
  6. "Madrid legend could have been an Irish 'Don'"। Hearld.ie। ২৫ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ সম্পাদনা