আর্থার অ্যামোস নয়েস

আর্থার অ্যামোস নয়েস একজন মার্কিন রসায়নবিজ্ঞানী। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে রসায়নে ১৮৮৬ সালে ব্যাচেলর অব সায়েন্স এবং ১৮৮৭ সালে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮৯০ সালে লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে ফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড এর অধীনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ১৮৮৭ থেকে ১৮৮৮ এবং ১৮৯০ থেকে ১৯২০ সাল পর্যন্ত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি এর রসায়নের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯০৩ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভৌত রসায়নের রিসার্চ ল্যাবরেটরী প্রতিষ্ঠা করেন যেটি তিনি ১৭ বছর পরিচালনা করেন। তিনি ১৯০৭ থেকে ১৯০৯ সাল পর্যন্ত ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। রসকো জি ডিকিনসন ছিলেন তার অন্যতম বিখ্যাত ছাত্র। তিনি ১৯১৯ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এর রসায়নের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। [১]

আর্থার অ্যামোস নয়েস
জন্ম(১৮৬৬-০৯-১৩)১৩ সেপ্টেম্বর ১৮৬৬
মৃত্যু৩ জুন ১৯৩৬(1936-06-03) (বয়স ৬৯)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
লিপজিগ বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণতড়িৎ বিশ্লেষ্য
পুরস্কারগিবস মেডেল (১৯১৫)
ডেভি মেডেল (১৯২৭)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
ডক্টরাল উপদেষ্টাফ্রেডরিখ উইলহেল্ম অসওয়াল্ড
ডক্টরেট শিক্ষার্থীরসকো জি ডিকিনসন

নয়েস-হুইটনি সমীকরণ সম্পাদনা

তিনি উইলিস রডনি হুইটনি এর সাথে ১৮৯৭ সালে নয়েস-হুইটনি সমীকরণ সমীকরণ প্রদান করেন।

 

Where:

  •   দ্রবীভূত হওয়্যার হার.
  • A হলো কঠিন বস্তুর তলের ক্ষেত্রফল .
  • C হলো concentration of the solid in the bulk dissolution medium.
  •   is the concentration of the solid in the diffusion layer surrounding the solid.
  • D হলো ব্যাপন সহগ.
  • L is the diffusion layer thickness.

তথ্যসূত্র সম্পাদনা