আরভিং থালবার্গ

মার্কিন চলচ্চিত্র প্রযোজক

আরভিং গ্রান্ট থালবার্গ (ইংরেজি: Irving Grant Thalberg; ৩০শে মে ১৮৯৯ - ১৪ই সেপ্টেম্বর ১৯৩৬) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র প্রযোজক। তিনি চলচ্চিত্র যুগের শুরুর বছরগুলোতে চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন। তার পাণ্ডুলিপি ও অভিনয়শিল্পী নির্বাচন, ব্যবস্থাপনা কর্মী সংগ্রহ, ও চলচ্চিত্র থেকে মুনাফা অর্জনের জন্য তাকে "দ্য বয় ওয়ান্ডার" বলে ডাকা হতো। তার প্রযোজিত উল্লেখযোগ্য ব্যবসাসফল চলচ্চিত্র হল গ্র্যান্ড হোটেল, চায়না সিজ, ক্যামিল, মিউটিনি অন দ্য বাউন্টিদ্য গুড আর্থ[১]

আরভিং থালবার্গ
Irving Thalberg
জন্ম
আরভিং গ্রান্ট থালবার্গ

(১৮৯৯-০৫-৩০)৩০ মে ১৮৯৯
মৃত্যু১৪ সেপ্টেম্বর ১৯৩৬(1936-09-14) (বয়স ৩৭)
সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণনিউমোনিয়া
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, গ্লেনডেল
জাতীয়তামার্কিন
অন্যান্য নামআরভিং জি. থালবার্গ
পেশাচলচ্চিত্র প্রযোজক
কর্মজীবন১৯২১-১৯৩৬
দাম্পত্য সঙ্গীনর্মা শিয়েরার (বি. ১৯২৭)
সন্তানআরভিং থালবার্গ জুনিয়র (১৯৩০-১৯৮৭)
ক্যাথরিন থালবার্গ (১৯৩৫-২০০৬)
পিতা-মাতাউইলিয়াম থালবার্গ (পিতা)
হেনরিয়েটা হেইমান (মাতা)
পুরস্কারএকাডেমি পুরস্কার (৩ বার)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

থালবার্গ ১৮৯৯ সালের ৩০শে মে নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম থালবার্গ ও মাতা হেনরিয়েটা হেইমান ছিলেন জার্মান ইহুদি অভিবাসী। তার জন্মের কিছুদিন পর তাকে "ব্লু বেবি উপসর্গ"-এর চিকিৎসা করা হয়। তার হৃদপিণ্ডে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় তার এই রোগ দেখা দেয়। তার পারিবারিক চিকিৎসক ও বিশেষজ্ঞ জানায় যে তিনি বিশ বছর বা সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত বেঁচে থাকবেন।[২]

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

একাডেমি পুরস্কার
বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল
১৯২৭-২৮ শ্রেষ্ঠ অদ্বিতীয় ও শৈল্পিক নির্মাণ দ্য ক্রাউড মনোনীত
১৯২৮-২৯ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য ব্রডওয়ে মেলডি বিজয়ী
১৯২৮-২৯ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য হলিউড রিভিউ অব নাইনটিন টোয়েন্টি নাইন মনোনীত
১৯২৯-৩০ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য বিগ হাউজ মনোনীত
১৯২৯-৩০ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য ডিভোর্সি মনোনীত
১৯৩০-৩১ শ্রেষ্ঠ চলচ্চিত্র ট্রেডার হর্ন মনোনীত
১৯৩১-৩২ শ্রেষ্ঠ চলচ্চিত্র গ্র্যান্ড হোটেল মনোনীত
১৯৩১-৩২ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য চ্যাম্প মনোনীত
১৯৩২-৩৩ শ্রেষ্ঠ চলচ্চিত্র পিকচার স্মাইলিন থ্রো মনোনীত
১৯৩৪ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য ব্যারেটস্‌ অব উইমপোল স্ট্রিট মনোনীত
১৯৩৫ শ্রেষ্ঠ চলচ্চিত্র মিউটিনি অন দ্য বাউন্টি মনোনীত
১৯৩৬ শ্রেষ্ঠ চলচ্চিত্র রোমিও অ্যান্ড জুলিয়েট মনোনীত
১৯৩৭ শ্রেষ্ঠ চলচ্চিত্র দ্য গুড আর্থ মনোনীত

তথ্যসূত্র সম্পাদনা

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • ফ্লামিনি, রোল্যান্ড (১৯৯৪)। Thalberg: The Last Tycoon and the World of M-G-M, (ইংরেজি ভাষায়)। ক্রাউন পাবলিশার্স। 
  • ভিয়েরা, মার্ক এ. (২০১০)। Irving Thalberg: Boy Wonder to Producer Prince (ইংরেজি ভাষায়)। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া প্রেস। 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:আরভিং থালবার্গ