আমানত (অর্থসংস্থান)

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত গ্রাহকের অর্থসম্পদ

আমানত (ইংরেজি: Deposit) বলতে নগদ অর্থ বা নগদ সমতুল্য কোন মূল্যবান সম্পদকে বুঝায় যা আমানতকারী কর্তৃক কোনো প্রতিষ্ঠান সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে গচ্ছিত রাখা হয়। সচরাচর আমানত বলতে ব্যাংক আমানতকেই বুঝানো হয়।[১]

আমানতের বৈশিষ্ট্য সম্পাদনা

আমানতকারীর জন্য আমানত একটি সম্পদ। আমানতকারী যখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আমানত জমা করে তখন আমানতকারী হিসাব ক্রেডিট বা যোগ করা হয়। অন্যদিকে, আমানত ওই প্রতিষ্ঠানের জন্য একটি দায় হিসেবে দেখানো হয়। আমানতকারী পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী তার আমানত যেকোনো সময় তুলে নিতে বা অন্যকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে স্থানান্তর করতে পারে। কিছুকিছু আমানত হিসাবে জমাকৃত অর্থ দিয়ে আমানতকারী কেনাকাটার বিল পরিশোধ করতে পারে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহের তহবিলের প্রধান উৎস আমানত।[২]

আমানতের প্রকারভেদ সম্পাদনা

আমানত বিভিন্ন ধরনের হয়ে থাকে। গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন মেয়াদের এবং ভিন্ন সুবিধাসম্বলিত আমানত হিসাব খুলে অর্থ জমার সুযোগ দিয়ে থাকে। হিসাবের ধরন ও মেয়াদ বিবেচনায় আমানত প্রধান ২টি ভাগে ভাগ করা হয়। যথাঃ

চাহিদা আমানত সম্পাদনা

চাহিদা আমানত হচ্ছে সেইসব আমানতকারী চাহিবামাত্র পরিশোধযোগ্য অর্থাৎ গ্রাহক চাহিদামাফিক আমানতের সম্পূর্ণ অংশ বা আংশিক উত্তোলন করতে পারে এবং ব্যাংক উক্ত অর্থ পরিশোধে বাধ্য থাকে। সাধারণত, সঞ্চয়ী হিসাব এবং চলতি হিসাবে জমাকৃত অর্থ চাহিদা আমানত হিসেবে পরিচিত।[৩]

মেয়াদী আমানত সম্পাদনা

মেয়াদী আমানত সাধারণত একটা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখা হয়। এই মেয়াদ বিভিন্ন সময়ের জন্য হতে পারে যেমন-১ মাস, ৩ মাস, ৬ মাস, ১ বছর এবং ১ বছরের অধিক সময়। মেয়াদী আমানতের বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমুহ আমানতকারীকে নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা দিয়ে থাকে।[৪][৫] মেয়াদী আমানতকে কখনো কখনো টাইম বা সময় আমানতও বলা হয়।[৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. কাগন, জুলিয়া। "ব্যাংক আমানত"ইনভেষ্টপিডিয়া (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  2. "আমানতের বৈশিষ্ট্য"ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  3. ওনিল, এরিন। "ব্যাংক হিসাবের প্রকারভেদ"ব্যালেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  4. "ব্যাংক আমানতের সুদ হার"বাংলাদেশ ব্যাংক। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  5. "সুদের হারের গতিপ্রকৃতি ও চরিত্র"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯ 
  6. "টাইম ডিপোজিট"TheFreeDictionary.com। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৯