আমলাগোরা

ভারতের একটি প্রশাসনিক অঞ্চল

আমলাগোড়া (ইংরেজি: Amlagora) হল পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর মহকুমার গড়বেতা আইসিডি ব্লকের একটি সেন্সাস টাউন।

আমলাগোড়া
সেন্সাস টাউন
আমলাগোড়া পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
আমলাগোড়া
আমলাগোড়া
আমলাগোড়া ভারত-এ অবস্থিত
আমলাগোড়া
আমলাগোড়া
পশ্চিমবঙ্গ ও ভারতে অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩১′ উত্তর ৮৭°১২′ পূর্ব / ২২.৫২° উত্তর ৮৭.২০° পূর্ব / 22.52; 87.20
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপশ্চিম মেদিনীপুর
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,১৬৫
ভাষা
 • দপ্তরিকবাংলা
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
PIN৭২১১২১ (Amlagora)
টেলিফোন/এসটিডি কোড০৩২২৭
লোকসভাঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র
বিধানসভা কেন্দ্রগড়বেতা বিধানসভা কেন্দ্র
ওয়েবসাইটpaschimmedinipur.gov.in

জনসংখ্যা সম্পাদনা

ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে আমলাগোড়ার মোট জনসংখ্যা ৫,১৬৫ জন, এর মধ্যে ২,৬৬৫ জন (৫২%) পুরুষ এবং ২,৫০০ (৪৮%) মহিলা ছিলেন। ৬ বছর বয়সী জনসংখ্যা ৬২১ জন। আমলাগোড়ার সর্বমোট সাক্ষরতার সংখ্যা ছিল ৩,৪৬৩ (৬ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৬৭.০৫%)।[১]

পরিবহন সম্পাদনা

গড়বেতা-হুমগড়-গোয়ালতোড়-পিড়াকাটা রাস্তা আমলাগোড়া'র মধ্যে দিয়ে যায়। ন্যাশনাল হাইওয়ে ৬০ থেকে আর একটি রাস্তা রসকুণ্ডু মোড় থেকে আমলাগোড়া'তে এসে ওই রাস্তার সাথে মিশে যায়।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2011 Census – Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৬ 
  2. Google maps