আমগাঁও ইউনিয়ন

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার একটি ইউনিয়ন

আমগাও ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ননোনা নদী এবং গন্দর নদী বিধৌত এই ইউনিয়ন মূলত কৃষি অর্থনীতিকে কেন্দ্র করে পরিচালিত। আমগাও ইউনিয়নের উত্তরে গেদুড়া ইউনিয়ন, দক্ষিণে ডাঙ্গীপাড়া ইউনিয়ন পূর্বে রানীশনকৈল উপজেলা এবং পশ্চিমে বকুয়া ইউনিয়ন অবস্থিত।

আমগাও
ইউনিয়ন
আমগাও রংপুর বিভাগ-এ অবস্থিত
আমগাও
আমগাও
আমগাও বাংলাদেশ-এ অবস্থিত
আমগাও
আমগাও
বাংলাদেশে আমগাঁও ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৫৫′৫″ উত্তর ৮৮°৮′৩০″ পূর্ব / ২৫.৯১৮০৬° উত্তর ৮৮.১৪১৬৭° পূর্ব / 25.91806; 88.14167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাঠাকুরগাঁও জেলা
উপজেলাহরিপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট১১.৫৩ বর্গকিমি (৪.৪৫ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৭,২৩৪
 • জনঘনত্ব২,৪০০/বর্গকিমি (৬,১০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

আমগাও ইউনিয়নের আয়তন ১১.৫৩ বর্গকলোমিটার।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

আমগাও ইউনিয়নের মোট জনসংখ্যা ২৭২৩৪ জন।[১] বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে আমগাও ইউনিয়নের জনসংখ্যা ১৮,৫৬৪ জন।[২]

শিক্ষা সম্পাদনা

এই ইউনিয়নে দুটি কলেজ, ৭টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। কলেজ দুটির নাম হচ্ছে যাদুরানী আর্দশ কলেজ এবং যাদুরানী কলেজ। এছাড়াও এই ইউনিয়নে ৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে আমগাঁও ইউনিয়ন"http://amgaonup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৫  |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ সম্পাদনা