আবু নুয়াস

ইরাকী কবি

আবু নুয়াস আল হাসান ইবনে হানি আল হাকামি (৭৫৬–৮১৪),a আবু নুয়াস বলে পরিচিত [১][২] (আরবি: ابو نواس; ফার্সি: ابو نواس, Abū Novās) ধ্রুপদি আরবি কবিতার শ্রেষ্ঠ কবিদের অন্যতম। আরবি ছাড়াও তিনি ফারসি ভাষায়ও রচনা করেছেন। বর্তমান ইরানের অন্তর্গত আহবাজ শহরে তার জন্ম হয়। তার বাবা ও মা যথাক্রমে আরব ও পারসিয়ান বংশোদ্ভূত ছিলেন।[২] সমসাময়িক আরবি কাব্যের সকল ধারার উপর তিনি দক্ষ হয়ে উঠেন। লোককথায়ও আবু নুয়াসের উপস্থিতি রয়েছে। আরব্য রজনীতে বেশ কয়েকবার তার নাম পাওয়া যায়।

আবু নুয়াস
কাহলিল জিবরানের আঁকা আবু নুয়াসের ছবি, ১৯১৬।
কাহলিল জিবরানের আঁকা আবু নুয়াসের ছবি, ১৯১৬।
জন্ম৭৫৬ খ্রিষ্টাব্দ
মৃত্যু৮১৪ (বয়স ৫৭–৫৮)
পেশাকবি

তথ্যসূত্র সম্পাদনা

  1. Esat Ayyıldız. "Ebû Nuvâs’ın Şarap (Hamriyyât) Şiirleri". Bozok Üniversitesi İlahiyat Fakültesi Dergisi 18 / 18 (2020): 147-173.
  2. Garzanti

আরও পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা