আবু তুরাব ইস্পাহানি

আবু তুরাব ইস্পাহানি, ছদ্মনাম: তোরাবা, (১৫৮১-১৬৬২) ছিলেন নাস্তালিক লিপির একজন বিশিষ্ট ফার্সি চারুলিপিকার এবং মীর এমাদের অন্যতম চারুলিপির ছাত্র।[১]

জীবনী সম্পাদনা

আবু তুরাব ইস্পাহানি ইস্পাহানের একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন।[২] ঐতিহাসিক দলিল-নথিতে তার জন্ম তারিখ উল্লেখ করা হয়নি, কিন্তু যেহেতু মির্জা সাংলাখের একটি রচনায় মৃত্যুকালে তার বয়স ৮৩ বছর ছিল বলে উল্লেখ করা হয়েছে, তাই তিনি হয়ত ১৫৮১ সালে জন্মগ্রহণ করেছিলেন বলে অনুমান করা হয়।[৩]

তার প্রথম চারুলিপি শিক্ষক ছিলেন মোল্লা আলি ফায়েজি (মৃত্যু: ১৬২৬)। এরপর তিনি মীর এমাদের অধীনে তার শিক্ষা অব্যাহত রেখেছিলেন। ইস্পাহানি মীর এমাদের অন্যতম সফল ছাত্র ছিলেন। ১৬১৫ সালে মীর এমাদ যখন নিহত হন, তখন তিনিই একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি মীর এমাদের লাশ কবর দেওয়ার সাহস দেখিয়েছিলেন।[৪]

মীর এমাদের মৃত্যুর পর তিনি সবচেয়ে বিখ্যাত ফার্সি চারুলিপিকার। তিনি অনেক চারুলিপিকরের শিক্ষক। তার সবচেয়ে বিখ্যাত ছাত্রদের মধ্যে ছিলেন মোহাম্মদ মোহসেন ইমামি, তার নিজের ছেলে নুরেদ্দীন মোহাম্মদ ইস্পাহানি এবং মোহাম্মদ সালেহ ইস্পাহানি।[৫]

তিনি ১৬৬২ সালে ইস্পাহানে ৮৩ বছর বয়সে মারা যান এবং লনবান মসজিদে সমাধিস্থ হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ḥabībollāh Fażāʾelī (ফেব্রুয়ারি ১৯৭১), Aṭlas-e Ḫaṭṭ : Taḥqīq dar Ḫuṭūṭ-e Islāmī (Research in the Islamic scripts) (ফার্সি ভাষায়), Isfahan, পৃষ্ঠা 541–542 
  2. Abd ol-Mohammad Irani (১৯২৭), Peydâyeš e Xatt o Xattatan (Origin of scripts and calligraphy) (ফার্সি ভাষায়), পৃষ্ঠা 123 
  3. Mirza Sanglakh (১৮৭৮), Tazkarat ol-Xattâtin (Calligrapher's Biography) (ফার্সি ভাষায়) 
  4. Mohammad Taher Nasrabadi (১৯৩৮), Tazkare (Biography) (ফার্সি ভাষায়), পৃষ্ঠা 208 
  5. Mehdi Bayani Yassavoli (১৯৬৬), Ahvâl o Âsâr e Xošnevisân (The Calligrapher's Biographies and Works) (ফার্সি ভাষায়), Elmi, পৃষ্ঠা 767