আফজাল হোসেন

বাংলাদেশী অভিনেতা

আফজাল হোসেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন।[১]

আফজাল হোসেন
আফজাল হোসেন, ঢাকা ২০১৮
জন্ম (1954-07-19) ১৯ জুলাই ১৯৫৪ (বয়স ৬৯)
পারুলিয়া, সাতক্ষীরা
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী
কর্মজীবন১৯৭৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীতানজিন হালিম মনা
পুরস্কারএকুশে পদক (২০২২)

প্রাথমিক জীবন সম্পাদনা

আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯শে জুলাই তৎকালীন পূর্ববাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়েছিলেন।

কর্মজীবন সম্পাদনা

আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য।[৩] ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। এছাড়া তিনি ছবিও আঁকেন। বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।[৪]

আফজাল-সুবর্ণা জুটি সম্পাদনা

১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “কুল নাই কিনার নাই”, “পারলে না রুমালি”, “জোহরা”, “ওহ দেবদুত”, “রক্তের আঙ্গুরলতা”, ইত্যাদি।[৪] ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন।[৪] তাদেরকে ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়। [৫]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আফজাল হোসেন তানজিন হালিম মনাকে বিয়ে করেন। তাদের দুইজন পুত্র সন্তান রয়েছে।[৬]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

টেলিভিশন নাটক সম্পাদনা

সাল শিরোনাম পরিচালক সহশিল্পী
১৯৮৮ বহুব্রীহি হুমায়ূন আহমেদ লুৎফর নাহার লতা
চেহারা
হৃদয় থেকে পাওয়া
ভোকাট্টা
হঠাৎ বৃষ্টি ফারিয়া হোসেন সাদিয়া ইসলাম মৌ, তারিন আহমেদ
১৯৯৫ শুধু তোমার জন্য সুবর্ণা মোস্তফা
মন ময়ূরী শমী কায়সার
ভালোবাসা তোমার আমার রেহনুমা, শম্পা
সুখের ছাড়পত্র লুবনা আহমেদ
তুমি কি সেই মেয়ে সাদিয়া ইসলাম মৌ, তারিন

চলচ্চিত্র সম্পাদনা

সাল সিনেমা পরিচালক সহশিল্পী
দুই জীবন দিতি
নতুন বউ[৩]
পালাবি কোথায় শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা, হুমায়ুন ফরীদি
ঢাকা অ্যাটাক

ওয়েব ধারাবাহিক সম্পাদনা

বই সম্পাদনা

  • শুধু একটাই পা (কবিতা)
  • কোনো জোনাকি এ অন্ধকার চেনেনা (কবিতা)
  • বিরহকাল (উপন্যাস)
  • কানামাছি (উপন্যাস)
  • পারলেনা রুমকি (উপন্যাস)
  • কুসুম ও কীট (উপন্যাস)
  • মানস ভ্রমণ (ভ্রমণ রচনা)[৭]

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২১ অক্টোবর ২০২৩ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বোধ মনোনীত [৯]
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী রিফিউজি মনোনীত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংবাদ বিজ্ঞপ্তি একুশে পদক ২০২২ প্রদান" (পিডিএফ)moca.gov.bdসংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০২২ 
  2. আফজাল হোসেন (সেপ্টে ২৩, ২০১৫)। "ঈদ জোয়ারের টান" 
  3. Patracia Moutushi (২০১৩-০৭-২৯)। "Afzal on stage again"Priyo News। ২০১৫-১১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ অক্টোবর ২০, ২০১৫ 
  4. "আফজাল হোসেন"। ২৭ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  5. "আবারো একসঙ্গে আফজাল-সুবর্ণা"। ১৬ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬ 
  6. "আফজাল হোসেনের ক'জন মেয়ে?"। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৬ 
  7. "বইমেলায় তারকাদের বই"। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২০ 
  8. "পুঠিয়ায় দুলাল বাংলা লোকনাট্য উৎসব"। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২২ 
  9. "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা