আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত পদার্থ সংস্থা

আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত পদার্থ সংস্থা ('আই ইউ পি এ পি) এর লক্ষ্য হল সারাবিশ্বের পদার্থবিজ্ঞানে উন্নয়ন করতে সাহায্য করা,পারস্পরিক সাহায্যের মাধ্যমে পদার্থ বিজ্ঞানের উন্নয়ন করে মানব সভ্যতাকে এগিয়ে নেয়া।১৯২২ সালে এ সংস্থা গঠিত হয় এবং ১৯২৩ সালে প্যারিসে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক বিশুদ্ধ ও ফলিত পদার্থ সংস্থা
সংক্ষেপেআই ইউ পি এ পি
গঠিত১৯২২
ধরনআন্তর্জাতিক
উদ্দেশ্যTo stimulate and facilitate international cooperation in physics and the worldwide development of science
অবস্থান
যে অঞ্চলে কাজ করে
সমগ্রবিশ্ব
দাপ্তরিক ভাষা
ইংরেজি
প্রেসিডেন্ট
সিসিলিয়া জারলস্কগ
ওয়েবসাইটIUPAP Official website

আই ইউ পি এ পি আন্তর্জাতিক ভাব বিনিময়,বিজ্ঞান প্রকাশনা;বিজ্ঞান গবেষণা এবং শিক্ষা;বৈজ্ঞানিক প্রতীক,আদর্শ ব্যবহারে আন্তর্জাতিক ঐকমত্যে পৌঁছান এবং অন্যান্য সংস্থার সাথে শৃঙ্খলা বিশৃঙ্খলা নিরসন এর মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি। [১]আই ইউ পি এ পি আন্তর্জাতিক বিজ্ঞান সমিতি এর সদস্য।

তথ্যসূত্র সম্পাদনা