আন্ডার কনস্ট্রাকশন

রুবাইয়াত হোসেন পরিচালিত ২০১৫-এর চলচ্চিত্র

আন্ডার কনস্ট্রাকশন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত দ্বিতীয় বাংলাদেশি বাংলা চলচ্চিত্র। ২০১৫ সালে সিয়াটল চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর জানুয়ারি ২১, ২০১৬ বাংলাদেশে ছবিটি মুক্তি পায়। এছাড়াও ফ্রান্সে মুক্তি পাওয়ার পর ছবিটি ২০ টির অধিক সিনেমা হলে কয়েক সপ্তাহ যাবৎ প্রদর্শিত হয়।

আন্ডার কনস্ট্রাকশন
আন্ডার কনস্ট্রাকশন পোস্টার
পরিচালকরুবাইয়াত হোসেন
রচয়িতারুবাইয়াত হোসেন
শ্রেষ্ঠাংশেনওশাবা আহমেদ,
রাহুল বোস,
সাধনা গোস্বামী ,
মিতা চৌধুরী
মুক্তি২০১৬
স্থিতিকাল৮৮ মিনিট
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

এ ছবিতে সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের চিত্র তুলে ধরা হয়েছে। থিয়েটারকর্মী রয়া মঞ্চে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটককে বিনির্মাণের মধ্য দিয়ে নির্মাণাধীন ঢাকা শহরকে যক্ষপুরীর সঙ্গে প্রতিতুলনা করেন। অন্যদিকে গার্মেন্টস শ্রমিক ময়নার সঙ্গে রয়ার জীবনের তুলনার মধ্য দিয়ে নগরজীবনে নারীর সংগ্রামের ভিন্ন মাত্রা ফুটিয়ে তোলার প্রয়াস রয়েছে ছবিটিতে।।[১]

অভিনয়ে সম্পাদনা

  • শাহানা গোস্বামী - রয়া
  • রাহুল বোস - ইমতিয়াজ ইলাহি
  • মিতা চৌধুরী - রয়ার মা
  • রিকিতা নন্দীনি শিমু - ময়না
  • নওশাবা আহমেদ

কুশলী সম্পাদনা

  • কাহিনী, পরিচালনা ও প্রযোজনা - রুবাইয়াত হোসেন
  • প্রযোজক - আশিক মোস্তফা
  • নির্বাহী প্রযোজক ও সহকারী পরিচালক - ইশতিয়াক জিকো
  • চিত্রনাট্য - রুবাইয়াত হোসেন
  • চিত্রগ্রাহক - মার্টিনা রডওয়ান
  • শিল্প পরিকল্পনা - রুবাইয়াত হোসেন
  • সঙ্গীত - শায়ান চৌধুরী অর্ণব
  • নেপথ্য কণ্ঠ - সাহানা বাজপেয়ি
  • সম্পাদনা - সুজন মাহমুদ
  • শব্দ পরিকল্পনা - সুজন মাহমুদ

চলচ্চিত্র উৎসব ও পুরস্কার সম্পাদনা

আন্ডার কন্সট্রাকশন বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্যঃ

  • সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • লোকার্নো চলচ্চিত্র উৎসব
  • মন্ট্রিয়েল বিশ্ব চলচ্চিত্র উৎসব
  • সাও পাওলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • স্টকহোম চলচ্চিত্র উৎসব

এছাড়াও এই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতাশ্রেষ্ঠ রূপসজ্জা বিভাগে যথাক্রমে রুবাইয়াত হোসেন ও মানিক ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ লাভ করেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফরাসি শহরে 'আন্ডার কন্সট্রাকশন'"প্রথম আলো। ৮ জুন ২০১৭। 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮