আধাসামরিক বাহিনী

সামরিক বাহিনী বহির্ভূত অনিয়মিত সশস্ত্র বাহিনী

আধাসামরিক বাহিনী বা প্যারামিলিটারি হলো একটি বাহিনী যার সাংগঠনিক গঠন, কার্যপদ্ধতি, প্রশিক্ষণ, উপসংস্কৃতি এবং প্রায়ক্ষেত্রে কার্যক্রমসমূহ পেশাদারী সামরিক বাহিনীর মত, কিন্তু যেটি আনুষ্ঠানিকভাবে বা আইনিভাবে দেশের সামরিক বাহিনীর অংশ নয়। উদাহরন সরূপ বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার বাহিনী দুইটি আধাসামরিক বাহিনী। [১]

বর্ডার গার্ড বাংলাদেশ একটি আধাসামরিক বাহিনী।

প্রকারভেদ সম্পাদনা

সংজ্ঞানুযায়ী আধাসামরিক বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত:

  • অনিয়মিত সামরিক বাহিনী: সেনাদল, গেরিলা, বিদ্রোহী, সন্ত্রাসী, ও অন্যান্য।
  • রাষ্ট্রীয় সামরিক বাহিনীর সহায়ক বাহিনী: ন্যাশনাল গার্ড, প্রেসিডেশিয়াল গার্ড, রিপাবলিকান গার্ড, স্টেট ডিফেন্স ফোর্স, হোম গার্ড ও ইম্পেরিয়াল গার্ড
  • কিছু পুলিশ বাহিনী, যেমন সোয়াট টিম
  • জেন্ডারম্যারি, যেমন মিশরীয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও রাশিয়ার ন্যাশনাল গার্ড।
  • সীমান্ত রক্ষী, যেমন বর্ডার গার্ড বাংলাদেশ
  • সহায়তাকারী বাহিনী, যেমন বাংলাদেশ আনসার
  • যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রোটেক্টিভ ফোর্স।

আধাসামরিক বাহিনীর উদাহরণ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "paramilitary"অক্সফোর্ড ইংরেজি অভিধান (৩য় সংস্করণ)। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। জুন ২০১১ [অনলাইন সংস্করণ; জুন ২০০৫]। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮Designating, of, or relating to a force or unit whose function and organization are analogous or ancillary to those of a professional military force, but which is not regarded as having professional or legitimate status. 

বহিঃসংযোগ সম্পাদনা