আজ রবিবার

বাংলা ধারাবাহিক নাটক

আজ রবিবার হুমায়ূন আহমেদের তৈরি জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক। ধারাবাহিকটি বিটিভিতে ১৯৯৯ সালে সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিকটি পরিচালনা করেছেন মনির হোসেন জীবন। এতে অভিনয় করেছেন আবুল খায়ের, আবুল হায়াত, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন, শিলা আহমেদ, ফারুক আহমেদ, আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা। এটি ৯০-এর দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সিটকম ছিল। ২০১৬ সালের অক্টোবরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে হিন্দিতে এটি পুনরায় প্রচারিত হয়েছিল।[১][২]

আজ রবিবার
ধরনহাস্যরসাত্নক, পারিবারিক
নির্মাতাহুমায়ূন আহমেদ
লেখকহুমায়ূন আহমেদ
পরিচালকমনির হোসেন জীবন
সৃজনশীল পরিচালকমনির হোসেন জীবন
অভিনয়ে
আবহ সঙ্গীত রচয়িতামাকসুদ জামিল মিন্টু
উদ্বোধনী সঙ্গীত"লোকে বলে" এবং "নিশা লাগিলো রে"
- হাসন রাজা
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
পর্বের সংখ্যা১৩
নির্মাণ
নির্মাণের স্থানবাংলাদেশ টেলিভিশন স্টুডিও
চিত্রগ্রাহকমাহমুদুর রহমান শরীফ
সম্পাদকআহমেদ শপন
ব্যাপ্তিকালপ্রায় ৩৬৮ মিনিট
নির্মাণ কোম্পানিনুহাশ ফিল্মস
পরিবেশকনুহাশ ফিল্মস
মুক্তি
মূল নেটওয়ার্কবাংলাদেশ টেলিভিশন
মূল মুক্তির তারিখ১৯৯৯

কুশিলব সম্পাদনা

নাটকের বিভিন্ন চরিত্রে যাঁরা অভিনয় করেছেন:

গান সম্পাদনা

নাটকটিতে ব্যবহৃত গানগুলো হাসন রাজার সৃষ্টি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "হিন্দি ভাষায় ১৫০টি দেশে হুমায়ূন আহমেদের 'আজ রবিবার'"চ্যানেল আই। ৩০ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩ 
  2. ডেস্ক, গ্লিটজ। ""আজ রবিবার' ডাবিং মোটেই ভালো লাগেনি""bdnews24.com। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০২৩