আচি (স্পেনীয়তে আচি) খুব কাছাকাছি কিস (K'iche) (পুরোনো বানানে Quiché) সম্পর্কিত একটি মায়া ভাষা। এটি প্রাথমিকভাবে গুয়াতেমালার বাজা ভেরাপাজের বিভাগের, আচি জাতির কথিত ভাষা।

আচি
দেশোদ্ভবগুয়াতেমালা
অঞ্চলবাজা ভেরাপাজ
জাতিআচি
মাতৃভাষী
৮৫,০০০[১]
মায়া
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩acr

সেখানে দুইটি আচি উপভাষা রয়েছে। রাবিনাল আচিরা রাবিনাল অঞ্চলে এই ভাষায় কথা বলে এবং কিবুল্কো আচি কিবুল্কো অঞ্চলে এই ভাষায় কথা বলে যা পশ্চিম রাবিনালে অবস্থিত।

রাবিনাল আচি হচ্ছে প্রাক কলম্বীয় সাহিত্যের শ্রেষ্ঠ একটি থিয়েটারি নাটক যা আচি ভাষায় লিখা হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rabinal Achi Ethnologue-তে তথ্যসূত্র (১৫তম সংস্করণ, ২০০৫)
    Cubulco Achi Ethnologue-তে তথ্যসূত্র (১৫তম সংস্করণ, ২০০৫)

বহিঃসংযোগ সম্পাদনা