আখতার হুসাইন (সংগীত শিল্পী)

ভারতীয় গায়ক

আখতার হুসাইন ( উর্দু: اختر حُسَین ‎‎ ), (১৯০০-১৯৭২) ছিলেন ভারতীয় ধ্রুপদী সংগীতশিল্পী যিনি ভারতপাকিস্তানের পাতিয়ালার ঘরানা নামে শাস্ত্রীয় সংগীতের সাথে অন্তর্ভুক্ত ছিলেন। [১]

পতিয়ালা ঘরানার প্রতিষ্ঠাতা এবং আলী বকশ জারনাইলের (১৮৫০-১৯২০) পুত্র। তিনি ওস্তাদ ফতেহ আলী খান এবং পাকিস্তানের খ্যাতনামা শাস্ত্রীয় সংগীতের উস্তাদ আমানত আলী খানের পিতা ও শিক্ষক ছিলেন। [২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. সিং, নগেন্দ্র কে (২০০১)। মুসলিম জীবনী এর এনসাইক্লোপিডিয়া। এপিএইচ প্রকাশনা। পৃষ্ঠা ৩৫৮। আইএসবিএন ৯৭৮-৮১-৭৬৪৮-২৩০-১ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য) 
  2. ম্যাসে, রেজিনাল্ড; জামিলা মাসি (১৯৯৬)। ভারতের সংগীত। অভিনব প্রকাশনা। পৃষ্ঠা ১৪৯। আইএসবিএন ৯৭৮-৮১-৭০১৭-৩৩২-৮ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)