আইওয়ার্ক (ইংরেজি: iWork) অ্যাপলের ম্যাক ওএসআইওএস অপারেটিং সিস্টেমের জন্যে তাদের নিজস্ব অফিস স্যুট। এটি আইক্লাউড ওয়েবসাইটের জন্যে ক্রস প্ল্যাটফরমেও এভেইলএবল।

আইওয়ার্ক
আইওয়ার্ক স্যুট
মূল উদ্ভাবকঅ্যাপল ইনকর্পোরেটেড
উন্নয়নকারীঅ্যাপল ইনকর্পোরেটেড
প্রাথমিক সংস্করণ১১ জানুয়ারি ২০০৫; ১৯ বছর আগে (2005-01-11)[১]
স্থিতিশীল সংস্করণ
আইওয়ার্ক ২০১৬ / ২৭ মার্চ ২০১৮; ৬ বছর আগে (2018-03-27)
যে ভাষায় লিখিতঅবজেক্টিভ সি, সি, জাভাস্ক্রিপ্ট
অপারেটিং সিস্টেমম্যাক ওএস, আইওএস[২]
ধরনঅফিস স্যুট
লাইসেন্সমালিকানাধীন
ফ্রিওয়্যার এবং বাণিজ্যিক
ওয়েবসাইটপেজেস
নাম্বারস
কিনোট

এর মধ্যে কিনোট, প্রেজেন্টেশন প্রোগ্রাম; ওয়ার্ড প্রসেসিং ও ডেস্কটপ পাবলিশিং অ্যাপলিকেশন পেজেস;[১][৩] এবং স্প্রেডশিট অ্যাপলিকেশন নাম্বারস থাকে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Apple Unveils iWork '05"। Apple Press। জানুয়ারি ১১, ২০০৫। মার্চ ২৯, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২০ 
  2. "iWork System Requirements" 
  3. "Apple Unveils Keynote"। Apple Press। জানুয়ারি ৭, ২০০৩। এপ্রিল ১৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২০