অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (১৯৫৬-এর চলচ্চিত্র)

মাইকেল অ্যান্ডারসন নির্মিত ১৯৫৬ সালের চলচ্চিত্র

অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (ইংরেজি: Around the World in 80 Days) ১৯৫৬ সালে চিত্রায়িত একটি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র। এই ছবিতে অভিনয় করেন ডেভিড নিভান ও ক্যান্টিনফ্লাস। চলচ্চিত্রটির পরিচালনায় ছিলেন মাইকেল অ্যান্ডারসন। জুল ভার্নের বিখ্যাত কল্পবিজ্ঞান গ্রন্থ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। ১৮৩ মিনিটের এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র হিসেবে অস্কার জিতে নেয়।

অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ
পরিচালকমাইকেল অ্যান্ডারসন
প্রযোজকমাইকেল টড
চিত্রনাট্যকার
উৎসজুল ভার্ন কর্তৃক 
অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ
শ্রেষ্ঠাংশে
সুরকারভিক্টর ইয়াং
চিত্রগ্রাহকলিওনেল লিন্ডন
সম্পাদক
পরিবেশকইউনাইটেড আর্টিস্টস্
ওয়ার্নার ব্রস. (বর্তমান বণ্টনকারী)
মুক্তি
  • ১৭ অক্টোবর ১৯৫৬ (1956-10-17)
স্থিতিকাল১৮৩ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৬ মিলিয়ন[১]
আয়$৪২ মিলিয়ন[১]

উৎপাদন সম্পাদনা

 
বুলরিং খেলার জন্যে আয়োজিত প্রথান স্থান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Around the World in 80 Days (1956)"Box Office Mojo। IMDB। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা