অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ফোনের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

অ্যান্ড্রয়েড (ইংরেজি: Android) হল মোবাইলের জন্য কিছু সফটওয়্যারের সম্মিলন যাতে অপারেটিং সিস্টেম, মিডলওয়্যার এবং এপ্লিকেশনগুলো থাকে।[১][২] এই পাতায় অ্যান্ড্রয়েড ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইসগুলোর তালিকা তৈরী করার প্রচেষ্টা করা হয়েছে।

গ্যালাক্সী নেক্সাস, "গুগলের সাম্প্রতিক ফোন"

২০১১ সালের তৃতীয় চতুর্থাংশে গুগল ঘোষণা দেয় যে, অ্যান্ড্রয়েডের ব্যবহার ১৯০ মিলিয়ন পেরিয়েছে যা ২য় কোয়ার্টারে ছিল মাত্র ১৩৫ মিলিয়ন। এই পরিমাণ বৃদ্ধির জন্য কারণ দেখানো হয় ভারত এবং চীনের কম দামী স্মার্টফোন উৎপাদকের উৎপাদনকে।[৩]

দাপ্তরিকভাবে স্বীকৃত সম্পাদনা

নিচের তালিকায় অর্ন্তভূক্ত ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে। একই ডিভাইসের জন্য ব্যবহৃত বিভিন্ন নাম একই সারিতে দেয়া হয়েছে।

স্মার্টফোন সম্পাদনা

কোন কলামের ব্যাখ্যার জন্য, দেখুন টেমপ্লেট:Infobox mobile phone/doc and/or টেমপ্লেট:Infobox information appliance/doc.

এসার সম্পাদনা

এই তালিকায় এসারের উৎপাদিত অ্যান্ড্রয়েড ফোনগুলো দেয়া হয়েছে।

নাম তারিখ অ্যান্ড্রয়েড সংস্করণ পর্দা ইনপুট নেটওয়ার্ক সংযোগমাধ্যম সিপিইউ (মেগাহার্টজ), জিপিইউ, চিপসেট সক্ষমতা ক্যামেরা বিশেষ বৈশিষ্ট,
নোটসমূহ
বিটাচ ই১১০ ২০১০-২-১৫ ১.৫ ২.৮ ইঞ্চি, ২৪০×৩২০ কিউভিজিএ, পোর্ট্রেট মোড এ-জিপিএস জিএসএম/জিপিআরএস/এজ ৮৫০/৯০০, ১৮০০/১৯০০
ইউএমটিএস ৮৫০/১৯০০
সিএসডি
এইচএসডিপিএ
এইচএসইউপিএ
ব্লুটুথ ২.০ + ইডিআর ৪১৬ ২৫৬ মেগাবাইট রম ? ৩.২
বিটাচ ই৪০০ ২০১০-৪ ২.১ ৩.২ ইঞ্চি, এইচভিজিএ, রিসিস্টিভ টাচ স্ক্রীন একসিলারোমিটার ওয়াইফাই ৬০০ মেগাহাটর্জ কোয়ালকম ৭২২৭ পিছনে: ৩.২ মেগা পিক্সেল
লিকুইড এ১ (এস১০০) ২০০৯-১২-০৭(যুক্তরাজ্য) ১.৬ ৩.৫ ইঞ্চি, ৪৮০×৮০০ ডব্লিউভিজিএ, পোর্ট্রেট মোড এ জিপিএস জিএসম/জিপিআরএস/এজ ৮৫০/৯০০, ১৮০০/১৯০০
ইউএমটিএস ৮৫০/১৯০০
সিএসডি
এইচএসডিপিএ
এইচএসইউপিএ
ব্লুটুথ ২.০ + ইডিআর,ওয়াই ফাই ৮০২.১১জি
লিকুইড ই ২০১০-৬ ২.১ ৩.৫ ইঞ্চি, ৪৮০×৮০০ ডব্লিউজিএ, পোর্ট্রেট মোড একসিলারোমিটার ক্যাপাসিটিভ টাচ স্ক্রীন ওয়াই ফাই, ব্লুটুথ ৭৬৮ স্নাপড্রাগন[৪]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Google Projects for Android"code.google.com। Google Inc। ২০১১। ২০১০-০২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৩ 
  2. "Philosophy and Goals"source.android.com। Google Inc। ২০১১। ২০১২-০৫-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০২-২৩ 
  3. "Android Devices Attained 32 percent of Smartphone Market Share"। নভেম্বর ১৪, ২০১১। ১০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২ 
  4. "Acer Liquid e rolls with Android 2.1, underclocked 768 Snapdragon"। Engadget। ২০১০-০২-১৫। সংগ্রহের তারিখ ২০১০-০২-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ সম্পাদনা