অশ্বিনী কালসেকর

ভারতীয় অভিনেত্রী

অশ্বিনী কালসেকর (জন্ম: ২২শে জানুয়ারি ১৯৭০) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি বেশিরভাগ সময়ে মারাঠি টেলিভিশন এবং চলচ্চিত্র জগতে কাজ করেন। পরবর্তীতে তিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক এবং শ্রীরাম রাঘাবন, রোহিত শেঠী এবং রাম গোপাল বর্মার মতো বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করার জন্য অধিক পরিচিতি লাভ করেছেন। টেলিভিশন ধারাবাহিকে তাঁর অভিনীত সেরা চরিত্র ছিল জি টিভিতে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক জোধা আকবর-এ। তিনি ১৯৯৯ সালের জনপ্রিয় বিজ্ঞান কল্প কৌতুক ধারাবাহিক মি. গায়েবের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন; এই ধারাবাহিকটি জি টিভিতে প্রচারিত হত। তিনি একতা কাপুরের টেলিভিশন ধারাবাহিক কসম সে-তে জিজ্ঞাসা ওয়ালিয়া,[১] বাচ্চাদের সুপারহিরো ধারাবাহিক শক্তিমান-এ প্রথম ভারতীয় ক্যাটওয়ম্যান চরিত্রে, অফসার বিটিয়া ধারাবাহিকে সিকা থাকুরিয়াঁ এবং কবচ-এ সৌদামিনী চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত। তিনি মারাঠি রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান "ফু বাই ফু"-এর একজন বিচারকও হয়েছিলেন। তিনি নীতেশ পান্ডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, পরে তিনি তাঁর সাথে বিবাহ বিচ্ছেদ করেছেন এবং পরবর্তীতে ২০০৯ সালে মুরলী শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে তিনি বদ্রীনাথ-এ অভিনয়ের মাধ্যমে তাঁর স্বামীর মতো তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালে, তিনি জি-এর ওয়েব প্ল্যাটফর্ম, জি৫-এর ওয়েব অনুষ্ঠান "চার্জশিট: দ্য শাটলকক মার্ডার" এবং এমএক্স প্লেয়ার-এর ওয়েব অনুষ্ঠান "চিজকেক"-এর সাথে চারু চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন; যা ২০১৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে।

অশ্বিনী কালসেকর
জন্ম (1970-01-22) ২২ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯১ - বর্তমান
দাম্পত্য সঙ্গীনীতেশ পান্ডে (বি. ১৯৯৮; আলাদা ২০০২)
মুরলী শর্মা (বি. ২০০৯)
পিতা-মাতাঅনিল কালসেকর (বাবা)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

অশ্বিনী কালসেকর ১৯৭০ সালের ২২শে জানুয়ারি তারিখে ভারতের মহারাষ্ট্রের মুম্বইয়ের গোয়ার পূর্বসূরী কোঙ্কানি দেশস্থ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা অনিল কালসেকর একজন ব্যাংক কর্মচারী ছিলেন। অশ্বিনী তাঁর বি. এ. মুম্বই থেকে এবং ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পড়াশুনার পর তিনি ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন অনুসরণ করতে অভিনেত্রী নীনা গুপ্তার অধীনে প্রশিক্ষণরত ছিলেন। তিনি মুজাম্মিল ভকিলের অধীনে ১৯৯২ থেকে ১৯৯৫ পর্যন্ত থিয়েটারের অভিনেতা প্রশিক্ষক ছিলেন। অশ্বিনী একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও।[২]

অশ্বিনী ১৯৯৯ সালে নীতেশ পান্ডের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০২ সালে অজানা কারণে এই জুটির বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ২০০৯ সালে তিনি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা মুরলী শর্মাকে বিয়ে করেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

১৯৯৬ সালে অশ্বিনী মারাঠি চলচ্চিত্র তুলা ঝাপর লা-এর একটি চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরে তিনি বেশ কয়েকটি মারাঠি চলচ্চিত্র অভিনয় করেছেন; যেখানে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে, তিনি তাঁর টেলিভিশন জীবন শুরু করেছিলেন; যার মধ্যে শান্তি, সি. আই. ডি., আনজানে, সিদ্ধান্ত এবং কে. স্ট্রিট পালি হিলের মতো টেলিভিশন ধারাবাহিক উল্লেখযোগ্য।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jaya is a pal: Ashwini Kalsekar"The Times of India 
  2. "Ashwini Kalsekar:An Actress & a Trained Kathak Dancer"। ১০ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০২০ 
  3. ""I would love to work with Aamir Khan" : Ashwini Kalsekar"। ৯ জুলাই ২০১২। ৯ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "The bad girl!"। ১৩ সেপ্টেম্বর ২০০৮ – The Hindu-এর মাধ্যমে। 
  5. "Ashwini Kalsekar: No one remembers that I have also played positive characters"The Times of India 

বহিঃসংযোগ সম্পাদনা