অলিম্পিকে ত্রিনিদাদ ও টোবাগো

ত্রিনিদাদ ও টোবাগো প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে। অভিষেকের পর ত্রিনিদাদ ১৪টি গ্রীষ্মকালীন ও ৩টি শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে। শীতকালীন অলিম্পিক গেমসে অভিষেক হয় ১৯৯৪ সালে।

অলিম্পিক গেমসে ত্রিনিদাদ ও টোবাগো

ত্রিনিদাদ ও টোবাগোর জাতীয় পতাকা
আইওসি কোড  TTO
এনওসি ত্রিনিদাদ ও টোবাগো অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.ttoc.org (ইংরেজি)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ (১৯৬০)

ত্রিনিদাদের ক্রীড়াবিদগণ ২টি স্বর্ণ সহ মোট ১৮টি পদক জিতেছে। প্রথম পদক জিতে ১৯৪৮ গেমসে ভারোত্তোলনে।

পদক তালিকা সম্পাদনা

গেমস অনুযায়ী পদক সম্পাদনা

গেমস স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  ১৯৪৮ লন্ডন 0 1 0 1
  ১৯৫২ হেলসিংকি 0 0 2 2
  ১৯৫৬ মেলবোর্ন 0 0 0 0
  ১৯৬০ রোম see British West Indies
  ১৯৬৪ টোকিও 0 1 2 3
  ১৯৬৮ মেক্সিকো সিটি 0 0 0 0
  ১৯৭২ মিউনিখ 0 0 0 0
  ১৯৭৬ মন্ট্রিল 1 0 0 1
  ১৯৮০ মস্কো 0 0 0 0
  ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস 0 0 0 0
  ১৯৮৮ সিউল 0 0 0 0
  ১৯৯২ বার্সেলোনা 0 0 0 0
  ১৯৯৬ আটলান্টা 0 0 2 2
  ২০০০ সিডনি 0 1 1 2
  ২০০৪ এথেন্স 0 0 1 1
  ২০০৮ বেইজিং 0 2 0 2
  ২০১২ লন্ডন 1 0 3 4
সর্বমোট 2 5 11 18

ক্রীড়া অনুযায়ী পদক সম্পাদনা

ক্রীড়া স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  দৌড়বাজী 2 4 8 14
  ভারোত্তোলন 0 1 2 3
  সাঁতার 0 0 1 1
সর্বমোট ১১ ১৮

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা