অলওয়েজ কাভি কাভি (বাংলা: সবসময় কখনো কখনো) হচ্ছে ২০১১ সালের একটি বলিউড রোমান্স চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রোশন আব্বাস। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত এই ছবিটির কাহিনী লিখেছেন রঞ্জিত রায়না। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন আলী ফজাল, জিসেলী মন্টিরো ও জোয়া মরানি। এছাড়াও ছবিতে শাহরুখ খান এর একটি গানে বিশেষ বিশেষ উপস্থিতি আছে।

অলওয়েজ কাভি কাভি
অলওয়েজ কাভি কাভি চলচ্চিত্রের পোস্টার
পরিচালকরোশন আব্বাস
প্রযোজকগৌরী খান
কাহিনিকাররঞ্জিত রায়না
শ্রেষ্ঠাংশেআলী ফজাল
জিসেলী মন্টিরো
জোয়া মরানি
সুরকারপ্রিতম চক্রবর্তী
আশীষ রেগো
শ্রী ডি
চিত্রগ্রাহকফুয়াদ খান
অংশুমান মহলে
সম্পাদকসঞ্জয় শর্মা
পরিবেশকরেড চিলিজ এন্টারটেইনমেন্ট
ইরোস এন্টারটেনমেন্ট
মুক্তি১৭ জুন, ২০১১
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ৪.৭২ কোটি (US$ ০.৫৮ মিলিয়ন)
আয় ১৬.২৭ কোটি (US$ ১.৯৯ মিলিয়ন)

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

  • আলী ফজল - সমীর খান্না (স্যাম)
  • জিসেলী মন্টিরো - ঐশ্বর্য্য ধাওয়ান (কাশিশ)
  • জোয়া মরানি - নন্দিনী ওবেরয় (নন্দী)
  • সত্যাজিত দুবেয় - তারিক নাকভি
  • সতীশ শাহ - কে.জি.
  • লিলেত্তে দুবেয় - শ্রীমতি দাস
  • বিজয় রাজ - অধ্যাপক আগরওয়াল (কৃষি)
  • মুকেশ তিওয়ারী - একজন এসিপি
  • মনোজ জোশী - একজন পরিদর্শক
  • নবনীত নিশান - জনাবা ধাওয়ান
  • আশ্বিন মুশ্রান - রাহুল ঘোষ
  • শাহরুখ খান - একটি গানে বিশেষ উপস্থিতি

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা