অরুণ নেত্রাবালি একজন ভারতীয়-মার্কিন প্রকৌশলী। তিনি বেল ল্যাবসের নবম প্রেসিডেন্ট।

জীবনী সম্পাদনা

নেত্রাবালি ১৯৪৬ সালের ২৬ মে জন্মগ্রহণ করেন। তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি, মুম্বাই থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৭ সালে ব্যাচেলর অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। তিনি রাইস ইউনিভার্সিটি থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬৯ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৭০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ থেকে ১৯৭২ সালে পর্যন্ত নাসায় কর্মরত ছিলেন। তিনি ১৯৭২ সালে বেল ল্যাবসে মেম্বার অব টেকনিকাল স্টাফ হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭৮ সালে ভিজুয়াল কমিউনিকেশন্স রিসার্চ ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৮৪ সাল থেকে এমআইটিতে অ্যাডজাঙ্কট অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৯ সালের জুন থেকে ২০০২ সালের জানুয়ারি পর্যন্ত বেল ল্যাবসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রকাশনায় রয়েছে ১৮০টির অধিক গবেষণাপত্র এবং ৩টি বই। তার ৭০টির অধিক প্যাটেন্ট রয়েছে। [১][২][৩][৪][৫][৬]

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭ 
  2. https://www.bloomberg.com/profiles/people/1486916-arun-n-netravali
  3. https://www.nationalmedals.org/laureates/arun-netravali#
  4. http://ethw.org/Arun_N._Netravali
  5. http://www.iloveindia.com/indian-heroes/dr-arun-netravali.html
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৭