অজান্তে

দিলীপ বিশ্বাস পরিচালিত ১৯৯৬-এর চলচ্চিত্র

অজান্তে এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার দিলীপ বিশ্বাস[১] কমল সরকারের লেখা পারিবারিক গল্পের এই ছবিটি প্রযোজনা করেছেন গায়ত্রী বিশ্লাস। ছবিটির উল্লেখযোগ্য ভুমিয়ায় অভিনয় করেছেন আলমগীর, শাবানা, সোহেল রানা, সুচরিতা, রিয়াজ,[১] সোনিয়া, ইমরান, কাঞ্চি, এটিএম শামসুজ্জামান, অমল বোস, আরিফুল হক ও দিলদার।

অজান্তে
ডিভিডি কভার
পরিচালকদিলীপ বিশ্বাস
প্রযোজকগায়ত্রী বিশ্লাস
রচয়িতাকমল সরকার
শ্রেষ্ঠাংশেআলমগীর
শাবানা
সোহেল রানা
সুচরিতা
রিয়াজ
সোনিয়া
ইমরান
কাঞ্চি
এটিএম শামসুজ্জামান
অমল বোস
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকআবুল খায়ের
সম্পাদকআমিনুল ইসলাম মিন্টু
পরিবেশকগীতি চিত্রকথা
মুক্তি১৯৯৬
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা ভাষা

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

অজান্তে ছবির সঙ্গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীত পরিচালনা করেন সত্য সাহা। কণ্ঠশিল্পীরা ছিলেন কুমার শানু, অণুরাধা পাড়োয়ান, অভিজিৎ, কবিতা কৃষ্ণমূর্তি, মোহাম্মদ আজিজ ও সাধনা সারগম।

সম্মাননা সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পাদনা

  • বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা - সোহেল রানা[২]
  • বিজয়ী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা - দিলীপ বিশ্বাস
  • বিজয়ী শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - সত্য সাহা
  • বিজয়ী শ্রেষ্ঠ গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার
  • বিজয়ী শ্রেষ্ঠ চিত্র সম্পাদক - আমিনুল ইসলাম মিন্টু[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. বিনোদন প্রতিদিন (অক্টোবর ২১, ২০১০)। "রিয়াজ"দৈনিক ইত্তেফাক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৩, ২০১২ 
  2. স্টাফ রিপোর্টার: (১০ অক্টোবর ২০১১)। "তারকার ডায়েরি"দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২ 
  3. glitz.bdnews24.comচার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ ডিসেম্বর ২০১২ তারিখেরাশেদ শাওন

বহিঃসংযোগ সম্পাদনা