'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের

'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের (ওয়াইলি: 'jigs med 'phrin las 'od zer) (১৭৪৫-১৮২১) তিব্বতী বৌদ্ধধর্মের র্ন্যিং-মা ধর্মসম্প্রদায়ের প্রথম র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে (ওয়াইলি: rdo grub chen rin po che) উপাধিধারী বৌদ্ধ লামা ছিলেন।

'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের

জন্ম ও শিক্ষা সম্পাদনা

'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের ১৭৪৫ খ্রিষ্টাব্দে তিব্বতের দো উপত্যকায় স্মুগ-পো (ওয়াইলি: smug po) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল বো-ছুং-ঝোন-খো (ওয়াইলি: bo chung zon kho) এবং মাতার নাম ছিল ব্সোদ-নাম্স-'ত্সো (ওয়াইলি: bsod nams 'tso)। তিনি দ্গো-ছেন (ওয়াইলি: dgo chen) বৌদ্ধবিহারে ভর্তি হয়ে শেস-রাব-রিন-ছেন (ওয়াইলি: shes rab rin chen) নামক এক ভিক্ষুর নিকট শিক্ষালাভ করেন। একুশ বছর বয়সে তিনি মধ্য তিব্বত যাত্রা করে ছোস-ক্যি-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: chos kyi 'byung gnas), 'জাম-দ্পাল-'ফ্রিন-লাস-দ্বাং-পো (ওয়াইলি: 'jam dpal 'phrin las dbang po), দাম-ছোস-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: dam chos dbang phyug) প্রভৃতি লামার নিকট শিক্ষালাভ করেন। এরপর তিনি খাম্স অঞ্চলে যাত্রা করে পে-মা-কুন-গ্রোল-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: pe ma kun grol rnam rgyal) নামক র্দ্জোগ্স-ছেন বৌদ্ধবিহারের চতুর্থ প্রধানের নিকট শিক্ষালাভ করেন। পঁচিশ বছর বয়স হলে পারিবারিক বাধ্যবাধকতার কারণে পাঁচ বছর ধরে তিনি তার বাড়িতে কাটিয়ে পুনরায় তার শিক্ষকদের নিকট ফিরে আসেন। ত্রিশ বছর বয়সে পে-মা-গ্সাং-স্ঙ্গাগ্স-ব্স্তান-'দ্জিন (ওয়াইলি: pe ma gsang sngags bstan 'dzin) নামক দ্বিতীয় র্দ্জোগ্স-ছেন-দ্পোন-স্লোব (ওয়াইলি: rdzogs chen dpon slob) উপাধিধারী লামা তাকে ম্খা'-গ্রো-স্ন্যিং-থিগ (ওয়াইলি: mkha' 'gro snying thig) তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন। এরপরের কয়েকটি বছর তিনি ত্শে-রিং-ফুগ (ওয়াইলি: tshe rin phug) এবং গ্শিন-র্জে-ফুগ (ওয়াইলি: gshin rje phug) নামক গুহাতে কঠোর সাধনা করেন। এরপর ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পো (ওয়াইলি: nges don bstan 'dzin bzang po) নামক তৃতীয় র্দ্জোগ্স-ছেন-গ্রুব-দ্বাং (ওয়াইলি: rdzogs chen grub dbang) উপাধিধারী লামা তাকে শিক্ষাদান করেন। ঙ্গেস-দোন-ব্স্তান-'দ্জিন-ব্জাং-পোর নিকট হতে তিনি বিখ্যাত র্ন্যিং-মা পণ্ডিত 'জিগ্স-মেদ-গ্লিং-পার (ওয়াইলি: 'jigs med gling pa) শিক্ষা সম্বন্ধে জানতে পারেন এবং তিনি তৃতীয় বার মধ্য তিব্বত যাত্রা করে ১৭৮৬ খ্রিষ্টাব্দে তার সঙ্গে সাক্ষাৎ করেন। 'জিগ্স-মেদ-গ্লিং-পা তাকে ক্লোং-ছেন-স্ন্যিং-থিগ (ওয়াইলি: klong chen snying thig) তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেন। [১]

রাজনৈতিক কর্মকাণ্ড সম্পাদনা

১৭৯০ খ্রিষ্টাব্দে স্দে-দ্গে রাজ্যের রাণী ত্শে-দ্বাং-ল্হা-মো (ওয়াইলি: tshe dbang lha mo) রাজ্যশাসনের ভার নিলে তিনি 'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জেরকে রাজ্যের ধর্মীয় উপদেষ্টা্র পদে নিযুক্ত হন এবং রাণীর মৃত্যু পর্যন্ত তিনি ঐ অঞ্চলে বেশ কিছু কূটনৈতিক দৌত্যে অংশগ্রহণ করেন। ১৭৯১ খ্রিষ্টাব্দে তিনি তিব্বত সরকার এবং ছিং-ওয়াং-ঙ্গাগ-দ্বাং-দার-র্গ্যাস (ওয়াইলি: ching wang ngag dbang dar rgyas) নামক আমদো অঞ্চলের একজন স্থানীয় শাসকের অধীনেও উপদেষ্টা হিসেবে কাজ করেন।[১]

বিহার প্রতিষ্ঠা সম্পাদনা

'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের তার জন্মভূমি দো উপত্যকায় 'গ্রো-দোন-ল্হুন-গ্রুব (ওয়াইলি: 'gro don lhun grub) বিহার স্থাপন করেন। এছাড়া তিনি ১৮১০ খ্রিষ্টাব্দে গ্সের-র্তা (ওয়াইলি: 'gro don lhun grub) অঞ্চলে পে-মা-ব্কোদ-ক্যি-স্গ্রুব-স্দে (ওয়াইলি: pe ma bkod kyi sgrub sde) নামক একটি বিহার স্থাপন করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Garry, Ron। "The First Dodrubchen, Jigme Trinle Ozer"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৪ 

আরো পড়ুন সম্পাদনা

  • Bradburn, Leslie. 1995. Masters of the Nyingma Lineage. Cazadero: Dharma Publications.
  • Nyoshul Khenpo. 2005. Marvelous Garland of Rare Gems. Richard Barron, trans. Junction City, California: Padma Publication.
  • Tulku Thondup. 1996. Masters of Meditation and Miracles: The Longchen Nyingthig Lineage of Tibetan Buddhism. Boston: Shambhala.
  • Rdo grub chen thub bstan phrin las bzang po. 1977. Collected Miscellaneous Writings of the Successive Embodiments of the Rdo Grub chen, pp. 387–399. Gangtok: Lama Dodrup Sangyay.
  • Ronis Jann. 2011. "Powerful Women in the History of Degé: Reassessing the Eventful Reign of the Dowager Queen Tsewang Lhamo (d. 1812)." Revue d'études tibétaines, vol. 21, p. 61-81.
পূর্বসূরী
--
'জিগ্স-মেদ-'ফ্রিন-লাস-'ওদ-জের
প্রথম র্দো-গ্রুব-ছেন রিন-পো-ছে
উত্তরসূরী
'জিগ্স-মেদ-ফুন-ত্শোগস-'ব্যুং-গ্নাস