'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পা

'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পা (তিব্বতি: འཇམ་དབྱངས་ཆོས་གྲགསওয়াইলি: 'jam dbyangs chos kyi grags pa) (১৪৭৮ - ১৫২৩) ছিলেন তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ (ওয়াইলি: 'brug pa bka' brgyud) ধর্মীয় গোষ্ঠীর তৃতীয় র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা বা প্রধান।

'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পা

জন্ম ও অবতার সম্পাদনা

'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পার জন্ম দক্ষিণ তিব্বতের ব্যা পরিবারগোষ্ঠীতে হয়। তার পিতার নাম গোং-মা-ব্ক্রা-শিস-দার-র্গ্যাস (ওয়াইলি: gong ma bkra shis dar rgyas) এবং মাতার নাম ল্চাম-দ্কার-মো (ওয়াইলি: lcam dkar mo)। দ্বিতীয় র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা কুন-দ্গা'-দ্পাল-'ব্যোর তার মৃত্যুর সময় কোনো পুরুষ উত্তরাধিকারী না রেখে যাওয়ায় র্গ্যা পরিবারগোষ্ঠীর বাইরে প্রথম র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা গ্ত্সাং-পা-র্গ্যা-রাস-য়ে-র্দো-র্জের অবতাররূপে 'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পাকে চিহ্নিত করা হয়। কিন্তু র্গ্যা পরিবারগোষ্ঠীর লামারা রালুং বৌদ্ধবিহারের ওপর অধিকার ছেড়ে দিতে না চাইলে ব্যা পরিবারগোষ্ঠীর লামারা তার জন্য এক নতুন বৌদ্ধবিহারের নির্মাণ করেন।[১]

শিক্ষা সম্পাদনা

এগারো বছর বয়সে তাকে দীক্ষা দেওয়া হয়। র্গ্যা পরিবারগোষ্ঠীর 'ব্রুগ-পা-কুন-লেগ্স (ওয়াইলি: 'brug pa kun legs) এবং কুন-দ্গা'-দ্পাল-'ব্যোরের শিষ্য দ্গে-স্লোং-রিন-ছেন-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: dge slong rin chen rnam rgyal) তাকে শিক্ষা দান করেন। এছাড়াও তিনি স্লোব-দ্পোন-দুস-ঝাব্স-পা-শাক্যা-দ্বাং-ফ্যুং (ওয়াইলি: slob dpon dus zhabs pa shAkya dbang phyug) এবং লো-ছেন-ব্সোদ-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: lo chen bsod rgya mtsho) নামক দুই লামার নিকট হতে কালচক্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। তিনি মি-লা-রাস-পার শিষ্য রাস-ছুং-র্দো-র্জে-গ্রাগ্স-পা দ্বারা প্রচারিত রাস-ছুং-স্ন্যাং-র্গ্যুদ (ওয়াইলি: ras chung snyan rgyud) নামক তত্ত্বটি গ্ত্সাং-স্ম্যোন-হেরুকার নিকট হতে শিক্ষালাভ করেন। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (মার্চ ২০১০)। "The Third Drukchen, Jamyang Chodrak"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৩ 

আরো পড়ুন সম্পাদনা

  • Smith, Gene. 2001. “Pema Karpo and His History of Buddhism.” In Among Tibetan Texts, pp. 81–86. Boston: Wisdom Publications, p. 82.
পূর্বসূরী
কুন-দ্গা'-দ্পাল-'ব্যোর
'জাম-দ্ব্যাংস-ছোস-ক্যি-গ্রাগ্স-পা
তৃতীয় র্গ্যাল-দ্বাং-'ব্রুগ-পা
উত্তরসূরী
কুন-ম্খ্যেন-পে-মা-দ্কার-পো