বিকিনির প্রকারভেদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mishrarpan (আলোচনা | অবদান)
Mishrarpan-এর সম্পাদিত সংস্করণ হতে BellayetBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
২ নং লাইন:
[[চিত্র:BeachGirls1.jpg|thumb|230px|যেহেতু বিকিনির অনেক ধরনের গ্রহণযোগ্য সংস্করণ রয়েছে, তাই স্বল্প আবৃত [[জি-স্ট্রিং|জি-স্ট্রিংয়ের]] পাশাপাশি তুলনামূলকভাবে অনেক রক্ষণশীল [[বয়শর্টস]] ও [[বন্দু]] টপসও একই সাথে প্রচলিত।<ref name=AgeL>Lorna Edwards, "[http://www.theage.com.au/articles/2006/06/02/1148956539436.html?page=fullpage#contentSwap1 You've still got it, babe], ''The Age'', 2006-06-03</ref>]]
 
'''বিকিনির''' বিভিন্ন রকম স্টাইলিশ '''প্রকারভেদ''' রয়েছে। একটি প্রচলিত [[বিকিনি]] বলতে বোঝায় দুই প্রস্থ সাঁতারের পোষাক, যা নিচের দিকে উরুসন্ধি ও নিতম্বকে, এবং ওপরের দিকে [[স্তন|স্তনযুগলকে]] ঢেকে রাখে। কিছু বিকিনি শরীরের আরো বেশি অংশ ঢেকে রাখতে পারে, আবার কিছু বিকিনি শরীরের নুন্যতম অংশে আচ্ছাদন প্রদান করে। সাঁতারের পোষাকের উর্দ্ধাঙ্গ অনাবৃত সংস্করণগুলোও বিকিনি হিসেবে বিবেচিত হতে পারে, যদি সেগুলো প্রকৃত অর্থে দুই প্রস্থ বিশিষ্ট নয়।<ref name=WGeek>[http://www.wisegeek.com/what-is-a-bikini.htm What is a Bikini?], WiseGeek</ref><ref name=SStyle>[http://www.swimsuit-style.com/bikini-swimsuit.html Bikini], Swimsuit Styles</ref> বিকিনি বিভিন্ন প্রকারের থাকায় এটির বেশকিছু হাস্যকর সংস্করণ তৈরি হয়েছে, যেমন: নিউমোকিনি (ওপরাংশ নেই), সিকিনি (স্বচ্ছ কাপড় দ্বারা প্রস্তুত বিকিনি), [[ট্যানকিনি]] (বিকিনির ওপরাংশ ট্যাংক টপের মতো), [[ক্যামকিনি]] (ওপরাংশ [[ক্যামিসোল|ক্যামিসোলের]] মতো, নিচের অংশ বিকিনি), এবং [[হাইকিনি]]।হাইকিনি।<ref name="Barry J. Blake page 59">Barry J. Blake, ''Playing with Words: Humour in the English Language‎'', page 59, Equinox, 2007, ISBN 1-84553-330-5</ref> ২১ শতকের শুরু থেকেই বিভিন্ন দেশে উদ্ভূত বিভিন্ন ফ্যাশনের বিভিন্ন রকমের বিকিনি প্রচলিত ছিলো। তাই বিকিনি পরিহিত অবস্থায় একজন নারী ও ১৯১০ সালের গোসলের পোষাক পরিহিত একজন নারীর মধ্যে সাদৃশ্যও ছিলো।<ref>Jacques Laurent & Cécil Saint-Laurent, ''A History of Ladies Underwear‎'', page 214, Joseph, 1968, ISBN 0-7181-0624-5</ref>
 
বিকিনির টপসের বিভিন্ন রকমে কাট ও স্টাইল রয়েছে। যেমন: হল্টারনেক ধরনের টপ। এগুলো ওপরাংশকে আরো বেশি আবৃত করে রাখে ও সাপোর্ট প্রদান করে। আবার আছে ফিতাবিহীন (স্ট্র্যাপলেস) [[বন্দু]] টপস। আরো আছে, ত্রিকোণাকৃতি কাপড় ও ফিতা যা স্তনযুগলকে ওপর থেকে ঢেকে রাখে। বক্ষবন্ধীর ডিজাইন পুশ-আপ ব্রা-এর মতো টপ রয়েছে। এছাড়া আরো আছে ঐতিহ্যবাহী ত্রিকোণাকৃতি কাপ, যা [[স্তন]]কেস্তনকে ঘিরে রাখে ও একটু ওপরে উঠিয়ে রাখতে সাপোর্ট দেয়। বিকিনির নিম্নভাগে ডিজাইন কতোটুকু অংশ ঢেকে রাখবে ও কী কাট হবে, তার ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের হতে পারে। এর সবচেয়ে শালীন প্রকারভেদগুলোর মধ্যে আছে [[ব্রিফ]], [[শর্ট]], বা প্রান্তভাগে সামান্য স্কার্ট সদৃশ ঝুলযুক্ত ব্রিফ। নিতম্বের একটি বড় অংশকে প্রদর্শন করতে ব্যবহৃত হয় [[থং|থং বিকিনি]]। স্কিমপায়ার স্টাইলের বিকিনিগুলো পাশ থেকে চিকন হয় ও সামনে ভি ({{lang||V}}) থাকে, এবং পার্শ্বভাগ ফ্রেঞ্চ কাট (চওড়া পার্শ্বভাগ), ও ছোট কাটের ফিতা দ্বারা তৈরি করা হয়।<ref name=WGeek/><ref name=SStyle/> ১৯৮৫ সালের বড় বড় ফ্যাশন শোগুলোতে দুই প্রস্থের বিকিনির ক্ষেত্রে প্রচলিত বন্দুক্স টপের স্টাইলের বদলে [[ক্রপড টপ|ক্রপড ট্যাংক টপ]] ধরনের বিকিনি জনপ্রিয় হয়ে ওঠে।<ref>Fashion Correspondent, "[http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PI&s_site=philly&p_multi=PI&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0EB29A230AE055D5&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM Swimsuits take some inspiration from the past]", ''Philadelphia Inquirer'', 1985-11-10</ref> বিকিনির আরো কতোগুলো প্রচলিত প্রকারভেদের মধ্যে আছে, [[মনোকিনি]], [[ট্যানকিনি]], [[স্ট্রিং বিকিন]], [[থং]], [[স্লিংশট]], [[মিনিমিনি]], [[টিয়ারড্রপ]], ও [[মাইক্রোকিনি]]।মাইক্রোকিনি।<ref>David Diefendorf & James Randi, ''Amazing... But False!: Hundreds of "Facts" You Thought Were True, But Aren't'', page 33, Sterling, 2007, ISBN 1-4027-3791-2</ref>
 
খুব দ্রুত ক্রেতার মনমতো বিভিন্ন স্টাইলের বিকিনি তৈরি করতে কিছু বিকিনি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চাহিদা মাফিক বিকিনি তৈরির ব্যবস্থা আছে। সেখানে তারা সাত মিনিটের মতো সময়ে একটি বিকিনি তৈরি করে দেন।<ref>Siobhan Morrissey, "[http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PBPB&p_theme=pbpb&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0EAF84758A18E87D&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM Bikinis made in teeny-weeny time], ''Palm Beach Post'', page 1D, 1991-08-28</ref> জনপ্রিয় ব্রাজিলীয় সৈকতের বাজারগুলো বিভিন্ন রকমের বিকিনির বিকিকিনির ক্ষেত্রে অন্যতম বড় একটি স্থান হিসেবে বিবেচিত হয়েছে।<ref>Mick Day & Ben Box, ''Rio de Janeiro Handbook'', page 66, Footprint Travel Guides, 2000, ISBN 1-900949-80-6</ref>
১৫ নং লাইন:
বিকিনির প্রচলিত মডেলের চেয়ে স্ট্রিং বিকিনি ({{lang||String bikini}}) বেশ অপ্রতুল ও শরীরের অনেক খানি অংশ প্রকাশ করে। একটা আকৃতিতে অনেকটা রশির মতো হওয়ায় এর নাম হয়েছে স্ট্রিং। ইংরেজি ''স্ট্রিং'' ({{lang||''String''}}) শব্দের অর্থ দড়ি বা রশি। এ ধরনের বিকিনিতে দুই প্রস্থ ত্রিকোণাকার কাপড় উরুসন্ধির স্থল জুড়ে থাকে, কিন্তু পাশের স্থানটিতে কোনো কাপড় থাকে না। কোমর ঘিরে রশির মতো ফিতা দ্বারা ত্রিকোণাকৃতি কাপড় দুটো জুড়ে দেওয়া হয়। স্ট্রিং বিকিনির উর্দ্ধভাগ বা টপও অনেকটা এ ধরনের। এখানেও ত্রিকোণাকৃতি কাপড় দ্বারা উর্দ্ধাঙ্গ আবৃত করা হয়, যা ফিতা দিয়ে যুক্ত করা হয়। স্ট্রিং বিকিনির ফিতা গেঁরো দেওয়া বা গেঁরো ছাড়া হতে পারে।
 
এটি দাবি করা হয় যে, ব্রাজিলীয় [[মডেল (ব্যক্তি)|ফ্যাশন মডেল]] রোজ দে প্রিমালিও প্রথম স্ট্রিং বিকিনিটি তৈরি করেন। ফটোশুটের আগে তাড়াতাড়ি অল্প একটু কাপড় সেঁলাই করে বিকিনি প্রস্তুত করতে গিয়ে তিনি এ ধরনের বিকিনি তৈরি করেন। ১৯৭৪ সালে স্ট্রিং বিকিনির প্রথম আনুষ্ঠানিক উপস্থাপনাটি করেন গ্লেন টরারিচ নামক একজন জনসংযোগ কর্মকর্তা ও তাঁর স্ত্রী ফ্যাশন মডেল ব্র্যান্ডি পেরেট-দুজঁ। সে সময় [[লুইজিয়ানা|লুইজিয়ানার]] নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টার স্থানে অবস্থিত লা পেটি সেন্টার নামক একটি বিপণি বিতানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ধরনের বিকিনি প্রদর্শন করা হয়। ''[[উইমেন’স ওয়্যার ডেইলি]]'' নামক ম্যাগাজিনে ব্রাজিলের [[রিউ দি জানেইরু|রিউ দি জানেইরুর]] একজন ফ্যাশন মডেলের বিকিনি পরিহিত ছবি দেখে তাঁরা এ ধরনের বিকিনি তৈরিতে অনুপ্রাণিত হন। পরবর্তীতে তাদের নিজস্ব ডিজাইনার ল্যাপ্টিন, বিপণি বিতানটির উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এ ধরনের একটি বিকিনির ডিজাইন করেন। বিকিনিটি প্রদর্শনের জন্য মডেল জোগাড় করেন খ্যাতনামা এজেন্ট পিটার ডেজিগনার। এই উদ্বোধন অনুষ্ঠানটি নিউ অরলিন্সের স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়, এবং এ সংক্রান্ত সংবাদ ছাপা হয় স্থানীয় পত্রিকা ''নিউ অরলিন্স টাইমস-পিকাইউনি''-এ। পরবর্তীতে তা তারের মাধ্যমে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল ও ফরাসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এও পৌঁছে যায়।
 
স্ট্রিং বিকিনি, বিকিনির সকল প্রচলিত স্টাইলগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্টাইল।<ref>Valerie Steele, ''Encyclopedia of Clothing and Fashion'', page 121, Charles Scribner's Sons, 2005, ISBN 0-684-31396-0</ref> এ ধরনের বিকিনির নিচের অংশ শরীরের নিম্নভাগের নূন্যতম বা সর্বোচ্চ, উভয় পরিমাণ অংশ ঢেকে রাখার মতো হতে পারে।
২২ নং লাইন:
{{মূল নিবন্ধ|মনোকিনি}}{{আরো দেখুন|মুক্তস্তন|মুক্তস্তন অধিকার}}
[[চিত্র:A woman with a suntan waring a bikini (2).jpg|thumb|165px|মনোকিনি বিকিনি, এক্ষেত্রে শুধুমাত্র শরীরের নিম্নাংশে আচ্ছাদন ব্যবহৃত হয়।]]
মনোকিনি ({{lang||Monokini}}) হচ্ছে [[নারী]]রনারীর ব্যবহার্য এক প্রস্থ কাপড় দ্বারা প্রস্তুত এক প্রকার বিকিনি। এটি [[ইউনিকিনি] ({{lang||Unikini}}) নামেও পরিচিত। প্রচলিত বিকিনির শুধুমাত্র নিম্নভাগ নিয়ে এ ধরনের বিকিনি তৈরি হয়।<ref>The Concise Oxford Dictionary (2004 ed.)</ref> এছাড়াও যেকোনো প্রকার উর্দ্ধাঙ্গ অনাবৃত সাঁতারের পোষাককেও মনোকিনি হিসেবে অভিহিত করা হয়।<ref>[http://www.everythingbikini.com/monokini.html Everything Bikini]</ref> বিশেষ করে যে সকল বিকিনি শুধুমাত্র নিম্নভাগে পরিধান করা হয়, ও [[উর্দ্ধাঙ্গ]] অনাবৃত থাকে।<ref>[http://www.wisegeek.com/what-is-a-monokini.htm Wise Geek]</ref><ref>[http://www.bikiniscience.com/costumes/soutien-gorge_SS/topless_S/topless.html Bikini Science]</ref> ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে [[অস্ট্রিয়া|অস্ট্রীয়]] ফ্যাশন ডিজাইনার [[রুডি গার্নরাইখ]] মূলধারার মনোকিনির নকশা করেন।<ref>[http://gernreich.steirischerbst.at/pages/bio1.htm Gernreich Bio]</ref> গার্নরাইখ-ই এ ধরনের বিকিনির জন্য এই ''মনোকিনি'' নামটি বাছাই করেন, যা পরবর্তীতে ঐ বছরই ইংরেজি ভাষার একটি শব্দ হিসেবে যুক্ত হয়। গার্নরাইখের নকশা করা মনোকিনিটি ছিলো একটি এক প্রস্থ কাপড়ের সাঁতারের পোষাক। এটিতে বিকিনির শুধুমাত্র প্রান্তভাগটি বর্তমান ছিলো, ও হল্টারনেকটি দুই স্তনের ভাঁজের ভেতর দিয়ে ([[ক্লিভেজ (স্তন)|ক্লিভেজ]]) প্রসারিত ছিলো যা স্তনকে উন্মুক্ত রাখতো। এটিতে কাঁধের ওপর দিয়ে শুধুমাত্র দুইট স্ট্র্যাপ ছিলো মাত্র। ফ্যাশন সমালোচক ও গির্জার ব্যক্তিত্বদের বিতর্ক ও সমালোচনাকে পেরিয়ে ঐ গ্রীষ্মকালে রেকর্ড পরিমাণ মনোকিনি বিক্রি হয়। যদিও জনপ্রকাশ্যে মনোকিনি পরিধানের হার ছিলো খুবই কম। এই গ্রীষ্মের শেষভাগে এসে গার্নরাইখ প্রতিটি মনোকিনি ২৪ [[মার্কিন ডলার|ডলার]] দামে মোট ৩,০০০ মনোকিনি বিক্রি করেন। যা ছিলো এ ধরনের অল্প কাপড়ের তৈরি পোষাকে জন্য অনেক বড় ধরনের মুনাফা।<ref>[http://www.everythingbikini.com/monokini.html Bikini Styles: Monokini], Everything Bikini</ref> কিন্তু পরবর্তীতে [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রে]] এ ধরনের বিকিনি খুব একটা সফল হতে পারে নি। যদিও যুক্তরাষ্ট্রে [[লিঙ্গ]] নির্বিশেষে জনসম্মুখে উর্দ্ধাঙ্গ প্রদর্শন করা বৈধ ছিলো, কিন্তু তবুও সৈকতে এ ধরনের বিকিনি পরিধান করতে খুব বেশি নারী আগ্রহবোধ করেন নি<ref name=menkes>Suzy Menkes, "[http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CE7D81430F93BA25754C0A965958260&sec=&spon=&pagewanted=2 Runways: Remembrance of Thongs Past]", ''The New York Times'', 1993-07-18</ref> যে সকল নারী উর্দ্ধাঙ্গ অনাবৃত রেখে [[রোদ্রস্নান]] করতে ইচ্ছুক ছিলেন, তাঁদের বেশিরভাগই সাধারণ বিকিনির নিচের অংশ পরিধান করাকেই গ্রহণ করেন। ফলে বিকিনি প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতারাও দ্রুত উর্দ্ধাঙ্গ ও নিম্নাঙ্গের অংশ আলাদাভাবে বিক্রয় করা শুরু করেন। গার্নরাইখ পরবর্তীতে অপেক্ষাকৃত কম প্রচলিত [[#পিউবিকিনি|পিউবিকিনি]] মডেলের বিকিনির নকশা করেছিলেন।<ref name="Metrwax">[http://www.metroland.net/guides/2007_sum_guide/sum_waxing.html Metroland]</ref>
 
১৯৬০-এর দশকে নারীর নিজস্ব ইচ্ছানুযায়ী পোষাক পরার ক্ষমতায়নের মাধ্যমে মনোকিনি [[যৌন]] বিপ্লবের সূচনা করে। অন্যান্য সকল সাঁতারের পোষাকের মতো মনোকিনি বিকিনির নিম্নভাগও বিভিন্ন ডিজাইন ও কাটের হতে পারে। কিছু হয় জি-স্ট্রিংয়ের মতো, আবার কিছু ক্ষেত্রে সম্পূর্ণ পেছনভাগই আবৃত থাকে। মনোকিনির [[নিম্নাংশ]] কোমর পর্যন্ত হাই কাটযুক্ত, বা নাভীর নিচ পর্যন্ত লো-কাটযুক্ত উভয়ই হতে পারে।<ref>[http://www.wisegeek.com/what-is-a-monokini.htm What is a monkini?], Wisegeek</ref>
 
=== মাইক্রোকিনি ===
{{আরো দেখুন|থং (পোষাক)|জি-স্ট্রিং}}
[[চিত্র:Micro Bikini.jpg|thumb|165px|মাইক্রোকিনি, [[নগ্নতা]]বাদেরনগ্নতাবাদের খুবই কাছাকাছি থাকার উদ্দেশ্য থেকে এ ধরনের বিকিনির সৃষ্টি।]]
মাইক্রোকিনি ({{lang||Microkini}}) হচ্ছে বিকিনির খুবই স্বল্পাকৃতি একটি সংস্করণ।<ref>[http://www3.merriam-webster.com/opendictionary/newword_display_alpha.php?letter=Mi Microkini] at Merriam-Webster's Open Dictionary</ref> এ ধরনের বিকিনির ডিজাইনের ক্ষেত্রে [[নারী]] ও পুরুষের শরীরের [[লজ্জা]]স্থানেরলজ্জাস্থানের নূন্যতম অংশ ঢেকে রাখার ব্যাপারটিকে গুরুত্ব দেওয়া হয়। নূন্যতম কাপড়কে পরিধানকারীর শরীরের সাথে লাগিয়ে রাখতে বাড়তি ফিতা ব্যবহৃত হতে পারে। [[লজ্জাস্থান|লজ্জাস্থানের]] ওপর কাপড়কে যথাযথভাবে রাখতে কিছু কিছু মাইক্রোকিনিতে আঠা বা সরু ফিতা ব্যবহৃত হয়। এক্ষেত্রে কাপড় নির্দিষ্ট স্থানে রাখতে পার্শ্বভাগে কোনো বাড়তি ফিতা ব্যবহৃত হয় না। মাইক্রোকিনির কিছু চরম খোলামেলা সংস্করণ আছে, যেখানে পরিধানকারীর শরীরের আবরণ হিসেবে শুধুমাত্র ফিতাই ব্যবহার করা হয়। এক্ষেত্রে শরীরের নির্দিষ্ট অংশের অল্প কিছুটা আবৃত থাকতে পারে বা সম্পূর্ণ অনাবৃতও থাকতে পারে। [[১৯৯৫]] সালে বিকিনির মারত্মক খোলামেলা ডিজাইন তৈরিতে উৎসাহী একটি অনলাইন সম্প্রদায়, এ ধরনের বিকিনিকে নির্দেশ করতে ''মাইক্রোকিনি'' পরিভাষাটি ব্যবহার করে।<ref>[http://www.bodytightfit.com/swimwear-types/microkini-swimsuit.html Microkini Swimsuit] on Bo Tight Fit</ref><ref>[http://mensplayground.com/celebs/bikinis/pics/newset/pages/micro-bikini.htm The Microkini] on Men's Playground</ref> মাইক্রোকিনি পরিধানকারীর শরীর প্রদর্শনের আইনগত সীমার সর্বনিম্ন মাত্রাটিকে বজায় রাখে, এবং কিছু ক্ষেত্রে এটি তা ছাড়িয়েও যেতে চায়। সেই সাথে এটি [[নগ্নতাবাদ]] ও রক্ষণশীল সাঁতারের পোষাকের মধ্যে একটি গাঢ় দাগ টেনে দায়।<ref>Mistrík, Erich, ''Pseudo-Concrete Ideals Of A Good Life'', Human Affairs (2/2008), Department of Social & Biological Communication, Slovenská Akadémia Vied, Slovakia</ref>
 
আধুনিক মাইক্রোকিনির উৎপত্তি [[১৯৭০]]-এর দশকে, [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] [[ক্যালিফোর্নিয়া]] অঙ্গরাজ্যের [[ভেনিস, ক্যালিফোর্নিয়া|ভেনিস বিচে]]। তৎকালীন ক্যালিফোর্নিয়ার প্রশাসন ক্যালিফোর্নিয়ার সমুদ্র [[সৈকত|সৈকতগুলোতে]] [[নগ্নতা|নগ্নতাকে]] অবৈধ ঘোষণা করে আইন পাশ করেছিলো। ফলে সৈকতে নগ্ন অবস্থায় সূর্যস্নানে আগ্রহীরা নতুন পাশ হওয়া আইনের সাথে সাদৃশ্যতা বজায় রেখে আইনত সীমার মাঝেই স্বল্পাবৃত বিকিনি তৈরি ও ব্যবহার শুরু করে। বাড়িতে হাতে তৈরি এ ধরনের বিকিনিগুলো ছিলো ছোটর থেকেও ছোট, যেখানে সামান্য একটু কাপড় হালকাভাবে চিকন সুতা (টোয়াইন সুতা, বা [[মাছ]] ধরার [[বড়শি]]তেবড়শিতে ব্যবহৃত সুতা) দ্বারা সেঁলাই করা থাকতো। ১৯৭৫ সালের দিকে স্থানীয় বিকিনি প্রস্তুতকারীরা এই ধারণাটি গ্রহণ করেন, ও আধুনিক দ্রব্যাদি সহযোগীতায় এ ধরনের আরো সহজে ব্যবহারযোগ্য বিকিনি তৈরি করা শুরু করেন। পরবর্তীতে শীঘ্রই কিছু [[প্রাপ্তবয়স্ক]]দেরপ্রাপ্তবয়স্কদের জন্য তৈরি চলচ্চিত্রের [[অভিনেত্রী]]রাঅভিনেত্রীরা এ ধরনের বিকিনি তাদের চলচ্চিত্রে ব্যবহার করা শুরু করেন। সেই সাথে এই স্টাইলটির প্রচারও দ্রুত ছড়িয়ে যেতে থাকে।
 
=== ট্যানকিনি ===
৪১ নং লাইন:
 
=== স্লিং বিকিনি ===
[[চিত্র:Melissa Wolf 7.JPG|thumb|165px|স্লিং বিকিনি পরিহিত অবস্থায় মডেল [[মেলিসা উলফ]]।উলফ।]]
স্লিং বিকিনি ({{lang||Sling bikini}}), যা সাসপেন্ডার বিকিনি ({{lang||Suspender bikini}}), সাসপেন্ডার থং ({{lang||Suspender thong}}), স্লিংশটন বিকিনি ({{lang||Slingshot bikini}}), বা শুধু স্লিংশট ({{lang||Slingshot}}) নামেও পরিচিত। এটি হচ্ছে এক কাপড়ের তৈরি একপ্রকার বিকিনি, যা শরীরের অনেক কম অংশকে আবৃত করে। স্লিংশট বিকিনির নিচের অংশ থেকে চওড়া ফিতা হিপ ও [[কোমর]] পেরিয়ে, [[স্তন]]কেস্তনকে ঢেকে রেখে একেবারে কাঁধ পর্যন্ত গিয়ে শেষ হয়; এবং বুকের আশপাশ ও বাকি শরীর সম্পূর্ণ অনাবৃত রাখে। এটি শরীরের উপরাংশে শুধুমাত্র [[স্তনবৃন্ত]], ও নিম্নাংশে শুধুমাত্র শ্রোণীর ([[পিউবিস]]) অংশটুকু আবৃত করে। এছাড়া শরীরের পেছনভাগ সম্পূর্ণ [[অনাবৃত]] থাকে। পেছনভাগে [[ঘাড়]] থেকে ফিতা নিচের দেকে হাল্কা ভি আকৃতিতে নিতম্বের ভাঁজের ভেতর দিয়ে প্রসারিত হয়, যা থং স্টাইলের নিম্নভাগের সৃষ্টি করে।<ref name=JenPa>Jenny Pate, [http://www.articledashboard.com/Article/History-of-Swimsuits/461234 History of the swimsuit], Article Dashboard</ref> এ ধরনের বিকিনির ভিন্ন সংস্করণগুলোর মধ্যে রয়েছে প্রেটজেল বিকিনি। এক্ষেত্রে দেহের সামনের ভাগে নিচ থেকে দুটি ফিতা এসে ঘাড়কে পেচিয়ে শেষ হয়। এরপর ঘাড় থেকে একটি চিকন ফিতা শরীরের মাঝ বরাবর পেছন দিয়ে নিতম্বের ভাঁজের ভেতর দিয়ে প্রসারিত হয়।<ref name=JenPa/> [[লাইক্রা]]রলাইক্রার বদৌলতে [[১৯৯০]]-এর দশকের শুরুর দিকে এ ধরনের বিকিনি তৈরি হয়। আস্তে আস্তে ইউরোপে বিভিন্ন সকৈতে এ ধরনের বিকিনি জনপ্রিয় হয়ে ওঠে। [[সমুদ্র]] সৈকতগুলোর মধ্যে আছে, [[সেইন্ট ট্রোপেজ]], [[মারাবেল্লা]], [[মাইকোনোস]], এবং [[ইবিজা]]।<ref>[http://swimsuits.lovetoknow.com/Slingshot_Suspender_Bikini Slingshot Suspender Bikinis: A History], Lve to know swimsuits, Glam Publisher Network</ref>
 
=== পিউবিকিনি ===
[[১৯৮৫]] সালে ডিজাইনার [[রুডি গার্নরাইখ]] পিউবিকিনি ({{lang||Pubikini}}) মডেলের বিকিনির নকশা করেন। এ ধরনের বিকিনিতে [[যৌনকেশ]] প্রদর্শন করা হয়।<ref>Elizabeth Gunther Stewart, Paula Spencer & Dawn Danby, ''The V Book: A Doctor's Guide to Complete Vulvovaginal Health'', page 104, Bantam Books, 2002, ISBN 0-553-38114-8</ref> পিউবিকিনি হচ্ছে এক প্রস্থ ছোট কাপড় যা জঘন (হিপ) ও [[নিতম্ব]]কেনিতম্বকে ঘিরে রাখে কিন্তু শ্রোণী ([[পিউবিক]]) অঞ্চলকে উন্মুক্ত রাখে।<ref name="Metrwax" /> এটিকে বর্ণনা করা হয়, ভি ({{lang||V}}) আকৃতির ফিতা যুক্ত একটি হাল্কা ধরনের বিকিনি হিসেবে যা শরীরকে মুক্ত রাখার অনুভূতি এনে দেয়।<ref>[http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=DP&p_theme=dp&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0EB1DA884A3D966C&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM Catalog adds options for overweight girls Article 1 of 1 found], ''Denver Post'', 1992-01-02</ref>
 
=== ভেলকিনি ===